সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মাদারীপুরের কালকিনি পৌর এলাকার দক্ষিণ ঠ্যাংগামারা থেকে পরিত্যক্ত অবস্থায় ১২টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে অভিযান চালায় পুলিশ।
পুলিশ জানায়, জেলার কালকিনি পৌর এলাকার দক্ষিণ ঠ্যাংগামারা গ্রামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিয়মিত বোমাবাজি হয়ে আসছিল। এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ (বৃহস্পতিবার) সকালে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর এর নেতৃত্বে অভিযান চালিয়ে শাহাদুল হাওলাদারের পরিত্যক্ত ঘর থেকে ১২টি হাতবোমা উদ্ধার করে পুলিশ। তবে এ সময়ে কাউকে আটক করা সম্ভব হয়নি।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
অ