সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কোটা সংস্কারের দাবীতে আন্দোলনে নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাযাকালে মুন্সীগঞ্জে বিএনপির দুই নেতাকে ধরে নিয়ে গেছে পুলিশ।
বুধবার (১৭ জুলাই) বেলা ১১ টার দিকে শহরের থানারপুল এলাকার জেলা বিএনপির কার্যালয়ের নীচে দলটি গায়েবানা জানাযার আয়োজন করে। এসময় দলটির নেতাকর্মীরা জানাযায় দাঁড়ান। জানাযা শেষ না হতেই পুলিশ জানাযা থেকে শহর বিএনপির সদস্য আব্দুর রহমান হিরন ও শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব-উল-আলম স্বপনকে ধরে নিয়ে যায়। এতে জানাযা পণ্ড হয়ে যায়।
সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, সড়ক বন্ধ করে জানাযায় দাঁড়িয়েছিলো তারা। এতে অরাজকতার সৃষ্টি হচ্ছিলো। তাই ২ জনকে আটক করা হয়। একই সঙ্গে নেতাকর্মীদের সরিয়ে দেওয়া হয়।
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, পুলিশ আমাদের নামাজ পর্যন্ত পড়তে দেইনি। উল্টো আমাদের ২ জন নেতাকে ধরে নিয়ে গেছে। আটক ২ নেতার মুক্তি দাবী করছি।#
এমএ