সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) শিক্ষার্থীদের আজ বুধবার (১৭ জুলাই) বিকাল ৪ ঘটিকার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (১৭ এপ্রিল) দুপুরে উপ-রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে জানতে ওনাকে ফোন দেওয়া হলে তিনি কল রিসিভ করেন নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের একাডেমির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা পরিপ্রেক্ষিতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় বিবেচনায় এ বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই সাথে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ১৭ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ বুধবার বিকাল ৪.০০ ঘটিকার মধ্যে আবাসিক হল ত্যাগ করে নিরাপদ আবাসস্থলে অবস্থানের জন্য নির্দেশনা প্রদান করা হলো।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. কাঞ্চন চাকমা বলেন, ইউজিসির নির্দেশনা মোতাবেক বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেন শিক্ষার্থীরা নিরাপদে থাকে তাই হল ত্যাগ করতে বলা হয়েছে।
এমএ