সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মানিকগঞ্জে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের ধাওয়া পাল্টা ধাওয়া ও ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ উভয় পক্ষের অন্তত ৩০-৪০ জন আহত হয়েছে।
সকাল সাড়ে ১১টার দিকে শহরের উত্তর সেওতা ও কোর্ট চত্বর এলাকা থেকে কোটা সংস্কার আন্দোলনকারীরা একটি বিক্ষোভ মিছিল করে।
এসময় খালপাড় এলাকায় ছাত্রলীগ ও যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা তাদের ওপর লাঠিসোটা নিয়ে আক্রমণ করে। পরে দুই পক্ষের মধ্যে কিছুক্ষণ ব্যাপক সংঘর্ষ হয়। পরে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
পরে বেলা ১১ টার দিকে সরকারী দেবেন্দ্র কলেজ ও কোর্ট চত্বর থেকে সাধারণ শিক্ষার্থীরা অপর একটি মিছিল বের করে। পরে তাদের মিছিলে হামলা চালায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০-৪০ জন আহত হয়েছে।
ঘটনা নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরের উত্তেজনা ও থমথমে পরিবেশ বিরাজ করছে।
এমএ