সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ভারতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার এমপি আজিমের মতো তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকেও কেটে কিমা কিমা করার হুমকি দেওয়া হয়েছে। একইভাবে কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফকেও কিমা করার হুমকি দিয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ৯টা ২৯ মিনিটে পাপ্পু নামের এক আইডি থেকে ডরিনের ভেরিফাইড ইমো আইডিতে ওই হুমকির মেসেজটি আসে। মেসেজের সঙ্গে একটি আগ্নেয়াস্ত্র পিস্তলের ছবিও যুক্ত করা আছে। এ ঘটনায় ওই রাতেই ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফ নিরাপত্তা চেয়ে কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ডরিনের ইমোতে আসা মেসেজেটিতে উল্লেখ করা হয়েছে, ‘কিরে আশরাফুল ভালো হলি না, আনারের মতো কি ডরিনের লাশটাও কিমা কিমা করতে চাস। তুইও ভালো হয়ে যা, আর ডরিনকেও ভালো হয়ে যেতে ক, না হইলে দু’জনের লাশ কিমা কিমা করে ফেলামু, বাদ যাবে না কিন্তু।’
এ ম্যাসেজের সঙ্গে পিস্তলের একটি ছবিও পাঠিয়েছে। হুমকি বার্তার এমন মেসেজটি দেখে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার পর ডরিন তার ফেসবুক আইডিতে ওই মেসেজটির কপি পোস্টে দিয়ে লিখেছেন, কি বোঝাতে চাচ্ছে তারা? আমি আমার বাবার বিচার ও জড়িতদের ফাঁসি চাই। কোনো আসামি যেন বাংলার মাটি থেকে জামিনে বের না হতে পারে, সেটি মমতাময়ী মা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেইসঙ্গে আইন ও বিচার, স্বরাষ্ট্রমন্ত্রীসহ ডিবির হস্তক্ষেপ কামনা করছি। যারা এ হত্যার হুমকি দিয়েছে, অবিলম্বে তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার দাবি জানাচ্ছি। কে বা কার অনুসারী এ হুমকি দিয়েছে, আমি তাদের বিচার ও শাস্তি থেকে একপা-ও পিছু হটবো না।
ডরিন তার আইডিতে আরও লিখেছেন, জেলা ও উপজেলাসহ যেখানে গোটা বিশ্বের মানুষ তিন তিনবারের নির্বাচিত এমপি হত্যার ঘটনা শুনেছে। আসামিরা জেলহাজতে রয়েছে। দুই দেশে তদন্তও চলছে। আমিসহ পরিবার ডিএনএ টেস্ট করাতে কোলকাতাতে যাবো। সেই সময় ইমোর মাধ্যমে হুমকি দিয়ে আমাদের কি বোঝাতে চায় তারা। আমার মোটেও ভয় বা হারানোর কিছু নেই। সাহস থাকলে বাবার কাছে পাঠিয়ে দিন। দেশের সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী ঠিকই খুঁজে পাবে, আপনি কার বা কোন নেতার অনুসারী।
এদিকে এমপি কন্যা ডরিন ও মেয়র আশরাফের ইমোতে আসা মেসেজে হত্যার হুমকির বিষয়ে ওই রাতেই মেয়র আশরাফ জীবনের নিরাপত্তায় কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ডায়েরিতে তিনি উল্লেখ করেছেন, ‘পাপ্পু নামের একটি আইডি থেকে তাকেসহ এমপি কন্যা ডরিনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এছাড়াও গত ১৬ জুলাই সন্ধ্যা ৬টা ১৩ মিনিতে একটি মোবাইল থেকে মেয়র আশরাফের ব্যক্তিগত মোবাইলে কল দিয়ে প্রাণনাশের হুমকিও দেয় সন্ত্রাসীরা।’
এ বিষয়ে মেয়র আশরাফ সংবাদমাধ্যমকে বলেন, জনপ্রিয় এমপি আনার হত্যার বিচার দাবি করায় খুনী চক্রের অনুসারীরাই এ হুমকি দিচ্ছে। এতে আমরা ভয় পাচ্ছি না। খুনীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
এমপি কন্যা ডরিন সাংবাদিকদের জানান, যখন তার বাবার লাশের খণ্ডিত অংশের ডিএনএ টেস্টের জন্য ভারতে যাবার প্রস্তুতি নিচ্ছেন, তখনই এমন হত্যার হুমকি এসেছে। এতে তার পরিবারের সদস্যরা শঙ্কিত। বাবার হত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত জীবনের নিরাপত্তায় প্রশাসনের সহযোগিতা চান তিনি।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিফ সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে জানান, হুমকিদাতাদের খুঁজে বের করতে পুলিশি তৎপরতা চলছে। খুব শীঘ্রই তাদেরকে আইনের আওতায় আনা হবে।
কে