সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মানিকগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ। এ ধাপে জেলার শিবালয়, ঘিওর, দৌলতপুর এই তিন উপজেলায় ১৮৪টি কেন্দ্রের ১২৫২টি ভোট কক্ষে চলছে ভোটগ্রহণ।
মঙ্গলবার ( ২১ মে) সকাল ৮ টা থেকে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন শুরু হয়। বিকেল ৪ টা পর্যন্ত চলবে ভোট।
তিন উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন ১৮ জন। ভাইস চেয়ারম্যান পদে ১৬জন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন। ভোটার সংখ্যা শিবালয়ে ১ লাখ ৫৪ হাজার ২৩১, ঘিওরে ১ লাখ ৩৪ হাজার ৫৫১, দৌলতপুরে ১ লাখ ৫৪ হাজার ১৯১ জন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো: আমিনুর রহমান বলেন, সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। কোথাও কোনো সমস্যা নেই। ভোটের পরিবেশ ঠিক রাখতে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে।
এম