সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আধিপত্য বিস্তার নিয়ে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় প্রতিপক্ষের হামলায় লাভলুু আহমেদ (৪৫) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
নিহত লাভলু উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। তিনি উপজেলার কুস্তা গ্রামের আব্দুল হালিমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদরে আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার কুস্তা এলাকার লাভলু, আলতাফ হোসেন ও হিমেলের সঙ্গে পাশের উপজেরা বটতলা এলাকার তামিম হোসেন, সোহাগ হোসেন ও সোহেল রানার বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেড় ধরে সোমবার বেলা সাড়ে ১২টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুইপক্ষের দুইজন আহত হলে তাদেরকে হাসপাতালে নেওয়ার পথে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে প্রতিপক্ষের লোকজন লাভলুকে ধারালো চাপাতে দিয়ে আঘাত করে। পরে মুমূর্ষ অবস্থায় লাভলুকে জেলা সদরে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত তামিম, সোহাগ ও সোহেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল আলম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় তদন্ত চলছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
আরএ