সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফুলেল শ্রদ্ধায় জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাসের শেষ বিদায় সম্পন্ন হয়েছে। শনিবার (২০ এপ্রিল) বিকেল ৪টায় কুমিল্লা টাউনহল প্রাঙ্গনে তার মরদেহ রাখা হয়। এ সময় জাতীয় পতাকার নকশাকারকে ফুল দিয়ে শেষ বিদায় জানান জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের সাধারণ মানুষ।
শিব নারায়ণ দাসের মরদেহে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানান কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। পরে, একে একে ফুলেল শ্রদ্ধা জানান কুমিল্লা মহানগর আওয়ামী লীগ, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি, ভিক্টোরিয়া কলেজ রোবার স্কাউট, বাংলাদেশ শিক্ষক সমিতি, উদীচী কুমিল্লা, কুমিল্লা সরকারি মহিলা কলেজ, কুমিল্লা মহানগর বিএনপি, কুমিল্লা মহানগর কৃষক লীগ, কুমিল্লা মেডিকেল কলেজ, কমিউনিস্ট পার্টি কুমিল্লা জেলা, পূর্বাশা-মধুমিতা ও কচিকাঁচার মেলা, খেলাঘর কুমিল্লা, যুব ইউনিয়ন, কুমিল্লা ক্লাব, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন ন্যাপ-গ্যারিলা পার্টি, জাকের হোসেন ফাউন্ডেশন, মোস্তফা কামাল ফাউন্ডেশন, ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট, বন্ধু ফোরাম কুমিল্লা, জেলা স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ।
শ্রদ্ধা নিবেদন শেষে আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, উনি মহান মুক্তিযুদ্ধের সংগঠন ও আমার নেতা। এই জাতি একজন উজ্জ্বল নক্ষত্রকে হারিয়েছে।
তিনি আরও বলেন, শিবুদার মাঝে রাজনীতি নিয়ে কোনো ক্লান্তি ছিল না। উনি আমাদেরকে হাতে পোস্টার বানিয়ে দিতেন। আমরা পুরো শহরে সেই পোস্টার বিলি করতাম। এমন একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে কুমিল্লার মানুষ হারিয়েছে। যতদিন বাংলাদেশের ইতিহাস থাকবে, ততদিন এই জাতি উনাকে স্মরণ করবে।
বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখি বলেন, আমি মুক্তিযুদ্ধের সময় শিবুদার সহযোগী ছিলাম। আমরা গর্বিত যে, শেষ মূহুর্ত পর্যন্ত আমরা তাকে শ্রদ্ধা জানাতে পেরেছি।
সাহিত্যিক ও গবেষক ড. আলী হোসেন চৌধুরী বলেন, তিনি একজন সৎ ও মিশুক মানুষ ছিলেন। এমন মানুষ বিরল। আমরা শ্রদ্ধার সঙ্গে উনাকে বিদায় জানিয়েছি। এই জাতি উনাকে আজীবন স্মরণ রাখবে।
আবৃত্তিজোট কুমিল্লার সভাপতি বদরুল হুদা জেনু বলেন, শিব নারায়ণ দাসের নকশা করা পতাকা বাংলার আকাশে প্রথম উড়েছিল। সেই শিব নারায়ণ দাস কুমিল্লার সন্তান। এটা আমাদের কুমিল্লাবাসীর জন্য গৌরবের ও অহংকারের। তার শেষ বিদায়ে আমরা যথাযোগ্য মর্যাদায় সহিত তাকে বিদায় জানিয়েছি।
জাসদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, উনি একজন রাজনৈতিক কর্মী ছিলেন। মুক্তিযুদ্ধের প্রথম পতাকা শিব নারায়ণ দাসের হাতেই তৈরি হয়েছিলো। উনি কখনও নিজের জন্য ভাবেননি। উনিই প্রথম কুমিল্লার টাউন হল মাঠে পাকিস্তানের পতাকা পুড়েছিলেন। আমরা সবার পক্ষ দাবি জানাই, শিব নারায়ণ দাসকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়া হোক।
শ্রদ্ধা নিবেদন শেষে শিব নারায়ণ দাসের সহধর্মিনী বীর মুক্তিযোদ্ধা গীতশ্রী চৌধুরী বলেন, আমি ৫৫ বছর ধরে তার সঙ্গে ছিলাম। সেই যুদ্ধের সময়কাল থেকে। এই কুমিল্লা শিব নারায়ণ দাসের প্রাণের কুমিল্লা। শেষ সময় পর্যন্ত কুমিল্লাবাসী শিব নারায়ণ দাসের পাশে ছিলেন, আমরা কৃতজ্ঞ।
শিব নারায়ণ দাসের ছেলে আদিত্য অর্নব বলেন, আজকে আমার বাবাকে শ্রদ্ধা জানাতে যারা এখানে এসেছেন সবার প্রতি আমি কৃতজ্ঞ। আমার বাবা সবসময় চাইতেন, দুঃখ ও দুর্দশামুক্ত হয়ে এই দেশ যাতে সামনে এগিয়ে যায়। আমার বাবা দেশের জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত ছিলেন। এ কারণেই, মৃত্যুর পূর্বেই ওনার শরীর মেডিকেল শিক্ষার্থীদের গবেষণা কাজে ব্যবহারের জন্য দান করে গেছেন। আমি আমার বাবার আদর্শ লালন করে বড় হতে চাই।
প্রসঙ্গত, বাংলাদেশের প্রথম পতাকার অন্যতম নকশাকার জাসদ নেতা ও বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস গতকাল শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৯টা ২৫ মিনিটে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে মারা যান। এসময় তার বয়স ছিলো ৭৮ বছর।
ডিপি/