সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাগেরহাটে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া বিভিন্ন মডেলের ৮০টি মুঠোফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
সোমবার (৮ এপ্রিল) দুপুরে বাগেরহাট জেলা পুলিশ সুপারের কার্যালয়ে উদ্ধারকৃত মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রাসেলুর রহমান।
রামপাল থেকে আসা ফরহাদ ফকির বলেন, ১৩ মাস আগে ফোনটি হারিয়েছিলাম। এরপর থানায় সাধারণ ডায়েরি করি। রাতে পুলিশ ফোন দিয়ে জানায় আমার মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ফোনটি হাতে পেয়ে আমি অনেক খুশি হয়েছি।
ফকিরহাট থেকে আসা তন্ময় পাল নামে একজন বলেন, অনেক দিন আগে আমার ফোনটি চুরি হয়ে গেছে। ভেবেছিলাম ফোনটি আর খুঁজে পাব না। তারপরও থানায় একটা জিডি করে রেখেছিলাম। দীর্ঘ এক বছর পর সেই ফোন হাতে পেয়ে আমি অনেক খুশি হয়েছি।
বাগেরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রাসেলুর রহমান বলেন, জিডির সূত্র ধরে বিভিন্ন এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় ৮০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এসব মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া হয়েছে। এর আগেও একাধিকবার মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া হয়েছিল।
আরএ