সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
টাঙ্গাইল-৫ আসনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় বর্তমান সংসদ সদস্য সানোয়ার হোসেনের (স্বতন্ত্র প্রার্থী) সমর্থকের গুলিতে নৌকার সমর্থক যুবলীগ নেতাসহ তিনজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী সানোয়ার হোসেনের দুই সমর্থককে আটক করেছে পুলিশ।
রোববার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাঘিল ইউনিয়নের যুগনী এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, বাঘিল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, কর্মী সিয়াম ও রোকন মিয়া। এদের মধ্যে সাধারণ সম্পাদকের অবস্থা গুরুতর।
আওয়ামী লীগের প্রার্থী মামুনুর রশীদ জানান, রাতে বাঘিলে নৌকার পক্ষে তার সমর্থকরা মিছিল বের করে। এসময় বর্তমান এমপি ছানোয়ার হোসেনের সমর্থকরা মিছিলে অতর্কিত গুলি চালায়। এতে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকসহ তিনজন আহত হয়েছে। তাদের টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ অস্বীকার করেছেন সানোয়ার হোসেন। তার দাবি নৌকার সমর্থকরা তার খালি অফিসে গুলি চালিয়ে অফিস ভাঙচুর করে আতঙ্ক ও ভয়ের পরিবেশ তৈরি করছে।
টাঙ্গাইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান, রাতে সংঘর্ষের ঘটনা জানতে পাই। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি। দুইজনকে আটক করা হয়েছে। তারা স্বতন্ত্র প্রার্থী সানোয়ার হোসেনেন সমর্থক। ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। স্থানীয় যুবলীগ নেতাসহ তিনজন আহত হয়েছেন। তাদের শেখ হাসিনা মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কেএইচ