সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নাটোরের বাগাতিপাড়ায় স্কুলছাত্র মাহফুজ আহমেদ হত্যাকাণ্ডে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় অটোরিকশাসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি লোহার হাতুরি উদ্ধার করা হয়। শুক্রবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার তারিকুল ইসলাম।
তিনি জানান, গত ৪ অক্টোবর সন্ধ্যার দিকে ভাড়ায় যাত্রী পরিবহনের জন্য মাহফুজ তার অটোরিকশাটি নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তার খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু কোথাও তার কোনো সন্ধান পাওয়া যায় না। পরের দিন বৃহস্পতিবার সকালে জামনগর ইউনিয়নের দেবনগর গ্রামের খ্রিস্টানপাড়ার একটি আম বাগানে মাহফুজ আহমেদের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠান।
এ ঘটনায় নিহত মাহফুজের বাবা দেলোয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বাগাতিপাড়া থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অপরাধের ধরন বিশ্লেষণ, তথ্য প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নাটোর সদরের ইব্রাহীমপুর গ্রাম থেকে গত রাতে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে হাবিল হোসেনকে গ্রেপ্তার করে।
পরে তার দেওয়া তথ্য মতে রানা হোসেন নামে একজনকে বাগাতিপাড়ার চকহরিরামপুরের তার বাড়ি থেকে লুণ্ঠিত অটোরিকশাসহ গ্রেপ্তার করা হয়। পরে রানা হোসেনের তথ্য মতে সামিউর রহমান, রানা শেখ ও ইমন প্রামাণিককে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে।
গ্রেপ্তাররা হলেন নাটোর সদর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মৃত ফিরোজ মোল্লার ছেলে হাবিল হোসেন, একই এলাকার আমির চান শেখের ছেলে রানা শেখ, বাগাতিপাড়া উপজেলার চকহরিরামপুর এলাকার মোতাহার আলীর ছেলে রানা হোসেন, কুঠিবাঁশবাড়িয়া এলাকার সুমন আলীর ছেলে সামিউর ইসলাম ও নুরপুর মালঞ্চি এলাকার জালাল প্রামিনেরক ছেলে ইমন প্রামানিক। পরে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
জেবি