সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
হবিগঞ্জের মাধবপুরে গত বছরের ৫ জানুয়ারি অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপজেলা নয়াপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য প্রার্থী ছিলেন সাবেক মেম্বার নুরুল হাসান তপু ও ইসলাম উদ্দিন। ২ হাজার ৮২৬ জন ভোটারের ওই ওয়ার্ডে আপেল প্রতীকের প্রার্থী ইসলাম উদ্দিনকে ১ ভোটে জয়ী দেখানো হয়েছিল।
নির্বাচনে ঘোষিত ফলাফল চ্যালেঞ্জ করে নিকটতম প্রতিদ্বন্দ্বী পাখা প্রতীকের প্রার্থী নুরুল হাসান তপু বাদী হয়ে হবিগঞ্জ নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেন। মামলাটি পরিচালনা করেন জজকোর্টের আইনজীবী মো. জসীম উদ্দিন।
সাক্ষীদের সাক্ষ্য ও দীর্ঘ শুনানি শেষে সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ট্রাইব্যুনাল জজ ও হবিগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক সবুজ পাল ভোট গণনার আদেশ দেন।
নির্বাচনে ১ ভোটে পরাজয় দেখানো প্রার্থী ৫৩৩ ভোটে জয়ী হয়ে হয়েছেন। আদালতে মামলা দায়েরের দীর্ঘ ২১ মাস পর ভোট পুনর্গণনার মাধ্যমে এ ফলাফল ঘোষিত হয়।
পুনর্গণনায় দেখা গেছে ১ ভোটে পরাজয় দেখানো পাখা প্রতীকের প্রার্থীর প্রাপ্ত ভোট ছিল ১ হাজার ২৯৬। অপরদিকে জয়ী হওয়া ইসলাম উদ্দিনের প্রাপ্ত ভোট পাওয়া গেছে ৭৬৩। কারচুপি করে ৫৩৩ ভোটে জয়ী প্রার্থীকে পরাজিত দেখানো হয়েছিল।
সদ্য বিজয়ী নুরুল হাসান তপু তার মতামত ব্যক্ত করে বলেন, আদালত মানুষের শেষ ভরসাস্থল। আদালতের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
এফএইচ