সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমূখ গাঁথা ছড়া ব্রিজের পাশে পিকনিকের বোটে বিদ্যুতের তারে শর্ট লেগে একজন নিখোঁজ ও দুইজন গুরুতর আহত হয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মাইনীমূখ-গাথাঁ ছড়া ব্রিজের পাশ দিয়ে যাওয়ার সময় ট্রলার বোটের ছাদের উপরে বসা ছামাদুল হক (২৫), মামুন (১৮) ও মো. রাসেলকে বিদ্যুতের মেইন তারে লেগে যায়। এতে মামুন ও রাসেল আহত হয়ে ট্রলারে পড়লেও ছামাদুল পানিতে পড়ে ডুবে যায়।
ছামাদুল হক গাঁথা ছড়া মতিন টিলার আব্দুল হাইয়ের ছেলে। আহত মামুন গাঁথা ছড়া, নবাবপুর টিলার নজরুল ইসলামের ছেলে এবং মো. রাসেল গাঁথা ছড়ার মো. সাইফুলের ছেলে।
এ ব্যাপারে লংগদু ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. সেলিম উদ্দিন বলেন, আমাদের এখানে ডুবুরি নেই রোববার সকালে রাঙামাটি থেকে ডুবুরি আসলে খুঁজব।
লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল উদ্দিন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেখানে গিয়েছি এবং ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি। নিখোঁজ ব্যক্তিকে খুঁজতে উদ্ধার অভিযান চলছে। না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে।
এদিকে খবর পেয়ে মাইনী জোনের সেনাবাহিনীর একটি টিম, পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা এবং মাইনীমূখ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যৌথভাবে লোকাল ডুবুরি এনে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
এইউ