সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বুলেটকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান এক প্রেসবার্তায় এ তথ্য জানান।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার বুলেটকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে কোমরের পেছন থেকে ব্রাজিলের তৈরি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ একটি পিস্তল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত তকদীর হোসেন বুলেট সদর দক্ষিণ উপজেলার রামপুর গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বুলেটের ওপর পুলিশ নজরদারি করে আসছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুলেটকে আটক করে। দুপুরের গ্রেপ্তারকৃত বুলেটকে আদালতে হাজির করে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করে।
গ্রেপ্তারকৃত বুলেটের বিরুদ্ধে অস্ত্র মামলাসহ ১৫টি মামলাও বিচারধীন রয়েছে।
জেবি