সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ময়মনসিংহের ফুলপুরে ফসলি জমিতে সেচ মেশিনের পানি দেওয়া নিয়ে বিরোধের জের ধরে মো. এনামুল হক (৩৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তিনি স্থানীয় আব্দুল হাইয়ের ছেলে। এ ঘটনায় নিহতের স্বজনদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কৃষক এনামুল হক।
এর আগে এদিন সকালে উপজেলার ৪ নম্বর সিংহেশ্বর ইউনিয়নের দনারভিটা গ্রামে সেচ মেশিনের পানি নিয়ে বিরোধের জের ধরে কৃষক এনামুল হককে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে স্থানীয় জমসেদ আলীর ছেলে ও তার পরিবারের লোকজন।
উপজেলার ৪ নম্বর সিংহেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহা আলী জানান, জমসেদ আলী ইউনিয়ন আওয়ামী লীগের একজন সক্রিয় নেতা। তার ছেলের সঙ্গে সেচ মেশিনের পানি নিয়ে বিরোধে কৃষক এনামুল নিহত হয়েছে।
ফুলপুর থানার ওসি (তদন্ত) বন্দে আলী জানান, ফসলি জমিতে সেচ মেশিনের পানি দেওয়াকে কেন্দ্র করে সকালে কৃষক এনামুল হকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় স্থানীয় জমসেদ আলীর ছেলে মিজানুর রহমান। এ ঘটনার একপর্যায়ে দু’জনের মধ্যে ঝগড়া সৃষ্টি হলে কৃষক এনামুল হককে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে মিজানুর রহমান।
এ সময় বিষয়টি টের পেয়ে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় কৃষক এনামুল হককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় জমসেদ আলীর পরিবারের লোকজন পলাতক রয়েছে।
ওসি তদন্ত আরও জানান, এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। তবে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
এইউ