সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
একদিন আগেই চ্যাম্পিয়নস কাপের ট্রফি জিতেছে আল-নাসর। তার একদিন পর সোমবার থেকে শুরু হওয়া সৌদি প্রো লিগের নতুন মৌসুমের শুরুটা হার দিয়ে হলো রোনালদো-মানেদের ক্লাবের।
প্রো লিগে নিজের অভিষেক ম্যাচে গোল পেলেও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাদিও মানেকে। এদিন আল ইত্তিফাকের কাছে ২-১ গোলে আল-নাসর।
এদিকে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের ফাইনালে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়েন রোনালদো। তাই আল ইত্তিফাকের বিপক্ষে মাঠে নামেননি পর্তুগীজ তারকা। তাই তাকে ছাড়াই মাঠে নামতে হয় আল-নাসরকে।
তবে রোনালদোকে ছাড়াও দারুণ করেছিল আল নাসর। ম্যাচের চতুর্থ মিনিটের মাথায় গোল পান অভিষিক্ত সাদিও মানে। বাকি সময়ে আর গোল না হলে ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে ক্লাব কাপের চ্যাম্পিয়নরা।
তবে বিরতির পর ৬ মিনিটের মাথায় উল্টো গোল হজম করতে হয় আল-নাসরকে। ৪৭ মিনিটের মাথায় ইত্তিফাকের রবিন কোয়াইসন গোল করে ফেরান সমতা। এরপর ম্যাচের ৫৩ মিনিটের মাথায় মুসা দেম্বেলের গোলে পিছিয়ে পড়ে আল-নাসর। বাকি সময়ে আল নাসর আর গোল করতে পারেনি। তাতে ২-১ গোলের হার দিয়ে প্রো লিগের নতুন মৌসুম শুরু করতে হলো আল-নাসর।
এমআর/