সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দুনিয়ার এমন কোনো প্রান্ত নেই ক্রিশ্চিয়ানো রোনালদোকে চেনে না এমন লোক পাওয়া যাবে। ইউরোপ অধ্যায় শেষ করে রোনালদো এখন এশিয়া মাতাচ্ছেন। সৌদি ক্লাব আল-নাসরের হয়ে খেলার সুবাধে এশিয়ার দেশগুলোতে ভ্রমণ করা হচ্ছে পর্তুগীজ এই তারকার।
এবার তিনি আল-নাসরের সঙ্গে খেলতে গেলেন ইরানে। সেখানে যে সংবর্ধনা পেলেন তা অকল্পনীয়। একনজর দেখতে বিমান বন্দরের বাইরে জড়ো হয়েছিল হাজার হাজার মানুষ। বিমান বন্দর থেকে বের হওয়ার প তার গাড়ির পেছন পেছন ছুটেছেন তার ভক্তরা।
তার জন্য রাস্তা বন্ধ হয়ে যায়। রোনালদোকে নিয়ে লেখা প্ল্যাকার্ড, ছবি হাতে দাঁড়িয়ে ছিলেন ভক্তরা। নানা বয়সের মানুষ রাস্তায় দাঁড়িয়ে ছিল রোনালদোকে একনজর দেখতে। এতে করে নিরাপত্তা কর্মীদের বেগ পেতে হয় নিরাপত্তা দিতে।
ইরানে রোনালদোকে বরণ করে নিতে বিশেষ গালিচারও ব্যবস্থা করা হয়েছিল। রোনালদোর ইরান যাওয়া নিয়ে একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, 'জনাব ক্রিস্টিয়ানো রোনালদো, ইরানে স্বাগতম। প্রশংসার স্মারক হিসেবে আপনার জন্য পার্সেপোলিসের ভক্তদের পক্ষ থেকে হাতে তৈরি গালিচা রইলো।'
গত বিশ্বকাপের পর ইংলিশ ক্লাব ছেড়ে সৌদি ক্লাবে যোগ দেন রোনালদো। এরপর পাল্টে গেছে সৌদির ফুটবল। কারিম বেনজেমা, সাদিও মানে, নেইমারের মতো তারকারাও যোগ দিয়েছে সৌদির বিভিন্ন ক্লাবে।
এমআর/