দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা পেসার শরিফুল ইসলাম খুব কম সময়ের ব্যবধানে জায়গা করে নেন জাতীয় দলে। আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিয়ারের শুরুটা দারুণ হলেও মাঝে ফর্ম হারিয়ে খুঁজছিলেন নিজেকে। তবে শরিফুল নিজেকে আরও ফিরে পেয়েছেন। আগে থেকেও ভালোভাবে ফিরেছেন ফর্মে।
দলে তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মোস্তাফিজুর রহমানদের ভিড়ে অনিয়মিত হয়ে উঠলেও এখন তিনি এখন দলের অন্যতম সদস্য। নিউজিল্যান্ড সিরিজ কাটিয়েছেন স্বপ্নের মতো।
কিউইদের বিপক্ষে প্রথমবার ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ জেতার অন্যতম পারফর্মার ছিলেন শরিফুল ইসলাম। তিন ওয়ানডেতে ৬টি উইকেট নেওয়ার পর টি-টোয়েন্টি সিরিজেও নিয়েছেন সমান ৬টি উইকেট।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ২৬ রানে নেন ৩টি, পরিত্যক্ত হওয়া দ্বিতীয় ম্যাচে ১৬ রানে ১টি ও আজ সবশেষ ম্যাচে নেন ১৭ রানে ২ উইকেট। সিরিজ জুড়ে এমন দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিও পেয়েছেন এই পেসার। পেয়েছেন ম্যাচ সেরার পুরষ্কার।
এই বাঁহাতি পেসার স্মরণীয় সিরিজে গড়েছেন একটি রেকর্ডও। কোচ চণ্ডিকা হাথুরুসিংহে মনে করছেন তার দলে এখন শরিফুলই সবচেয়ে সেরা। আজ রোববার মাত্র ১১০ রানের পুঁজি নিয়ে লড়াই করতে নেমে ১৭ রানে ২ শিকার তার।
গ্লেন ফিলিপসের পর আউট করেন ফিন অ্যালেনকে। অ্যালেনকে আউট করে একটি রেকর্ডও হয়ে যায় শরিফুলের। টি-টোয়েন্টিতে ৯ বারের দেখায় ৬ বারই অ্যালেনকে আউট করলেন তিনি। এই ৬ আউট এলো মুখোমুখি দেখা হওয়া টানা ছয় ম্যাচে।
সিরিজ শেষে বাঁহাতি পেসারের প্রশংসায় মাতলেন হাথুরুসিংহে, 'আমরা ড্রেসিংরুমে আলোচনা করেছিলাম তিন ফরম্যাটেই সম্প্রতি সে আমাদের জন্য অসাধারণ। ৮ মাস আগে সে দলেই ছিল না, কোনো ফরম্যাটেই খেলছিল না। এখন সে সেরা বোলার।'
এমআর/