দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বছরের শেষ দিনের ম্যাচ। জয় দিয়ে বছর শেষ করার তাড়না ছিল দুই দলেরই। জয়ের দারুণ সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। মাত্র ১১০ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েও কিউইদের ৪৯ রানে ৫ উইকেট নিয়ে দারুণ ভাবে লড়াইয়ে ফিরে আসে বাংলাদেশ। ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে শরিফুল-মেহেদীরা আশা দেখাচ্ছিল দলকে।
তবে জেমস নিশাম ও মিচেল স্যান্টনারের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ হারায়, বাকিটা পথ কঠিন করে দেয় বৃষ্টি। কিউইরা ম্যাচ জিতলেও অতটা সহজেও জিততে পারেনি। সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়। প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে তাদের সঙ্গে সিরিজ ড্র করাটাও কম পাওয়া নয়।
ম্যাচ শেষে দলনেতা নাজমুল হোসেন শান্তও তেমনটা বলেছেন। ব্যাটাররা ভালো না করতে পারলেও এমন ম্যাচে বোলারদের কৃতিত্ব দিয়েছেন টাইগার অধিনায়ক।
'আমাদের সব বোলার খুব ভালো বল করেছে তবে ব্যাটাররা আজ রান পায়নি। সব বোলারই ভালো দলের। দেখুন, টি-টোয়েন্টিতে শুরুটা খুব গুরুত্বপূর্ণ। আমরা আজ শুরু পেয়েছিলাম তবে সমস্যা হচ্ছে আমরা কিছু ভুল করেছি।'
এদিকে প্রথমবার নিজেদের মাঠে বাংলাদেশের কাছে ওয়ানডে ম্যাচ হারের পর টি-টোয়েন্টিতেও হেরেছে। যা বাংলাদেশের জন্য ইতিহাস হলেও কিউইদের জন্য বিব্রতকর।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হারের পর দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় সিরিজ হারের শঙ্কা ছিল কিউইদের। শেষ পর্যন্ত সেই শঙ্কা কেটে যাওয়ায় হাঁফ ছেড়ে বাঁচলেন অধিনায়ক মিচেল স্যান্টনার।
'জয় পাওয়াটা দারুণ ব্যাপার। আমি আসলে আমার গতি খানিক পরিবর্তন করেছিলাম যেন উইকেটের সাহায্য পাই। আর আমাদের পেসাররাও পাওয়ার প্লেতে বেশ ভালো বল করেছে। আমরা জানতাম বৃষ্টি হবে পরে, এজন্য আগে বোলিং করা। সবমিলিয়ে কঠিন একটা সিরিজ ছিল।'
এমআর/