সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গোল করতে ভুলেই গিয়েছিলেন আল নাসরের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। অনেক প্রত্যাশা নিয়ে সৌদির ক্লাবটিতে যোগ দিলেও প্রত্যাশানুযায়ী খেলতে পারছেন না এই পর্তুগীজ তারকা। আল নাসরের প্রাক-মৌসুম প্রস্তুতি ভালো কাটলেও রোনালদো ছিলেন সাদামাটা।
সবশেষ ৬টি প্রতিযোগিতামূলক ও প্রস্তুতি ম্যাচ মিলে রোনালদোর দল জিতেছে ১টিতে, হেরেছে ২টিতে আর ড্র করেছে ৩টি ম্যাচ। এই ছয় ম্যাচে আল নাসর ৭ গোল পেলেও একটি গোলও নেই রোনালদোর।
অবশেষে গোল খরা কাটালেন রোনালদো। আরব ক্লাস চ্যাম্পিয়ন্স ক্লাব কাপে তিউনিশিয়ার ক্লাব মোনাস্তিরের বিপক্ষে ৪-১ ব্যবধানের জয়ে আল নাসরের পক্ষে দ্বিতীয় গোলটি করেন রোনালদো।
ডান প্রান্ত থেকে আসা ক্রস থেকে হেডের মাধ্যমে গোল করেও অনন্য রেকর্ড করেছেন রোনালদো। এটি ছিল তার ১৫৪ তম হেড থেকে করা গোল। যা আর কারও নেই।
আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের চলতি আসরে এটিই প্রথম জয় আল নাসরের। এর আগের ম্যাচে সৌদি ক্লাব আল শাবাবের সঙ্গে ড্র করেছিল আল নাসর। সেই ম্যাচে অবশ্য শুরুর একাদশে নামানো হয়নি রোনালদোকে, নামানো হয় ৬১ মিনিটের মাথায়। সোমবার মোনাস্তিরের বিপক্ষে বড় জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে আল নাসর।
এমআর/