সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বৃষ্টির শঙ্কা মাথায় নিয়েই প্রথম ওয়ানডে খেলতে নেমেছিল বাংলাদেশ ও নিউজিল্যান্ড। দুপুরে নির্ধারিত সময়ে টস হওয়ার পর গুড়িগুড়ি বৃষ্টি হলেও খেলা শুরু হয় নির্ধারিত সময়েই। তবে পঞ্চম ওভার শুরুর পর নামে বৃষ্টি।
বৃষ্টি নামার আগে টসে হেরে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড সংগ্রহ করেছে ৪.৩ ওভারে ৯ রান। একপ্রান্তে মোস্তাফিজুর রহমান, অন্যপ্রান্তে তানজিম হাসান সাকিবের বোলিংয়ে রান তোলা কঠিন হয়ে পড়ে কিউই দুই ওপেনারের। উইল ইয়াং ৯ বলে ৩ আর ফিন অ্যালেন ৫ রান করেছেন ১৮ বলে।
এই সিরিজের দুই দলের অভিজ্ঞ খেলোয়াড়দেরকে রাখা হয়েছে বাইরে। বাংলাদেশ দল পরীক্ষানিরীক্ষা চালালেও কিউইরা একেবারেই উল্টো। তারা আগেই জানিয়ে দিয়েছে বিশ্বকাপের চূড়ান্ত দল।
এই সিরিজ দিয়ে আবারও দলে ফিরেছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার এবং কাজী নুরুল হাসান সোহান।
নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, উইল ইয়াং, চ্যাড বোয়েস, হ্যানরি নিকোলস, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), রাচিন রবীন্দ্র, কোল ম্যাককনচি, ইশ সোধি, কাইল জেমিসন, লকি ফার্গুসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, তাওহীদ হৃদয়, শেখ মাহেদী হাসান, নুরুল হাসান (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।
এমআর/