সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
অফ-স্পিনার নাথান লায়নের স্পিন ঘূর্ণিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ জয় দিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করেছে সফরকারী অস্ট্রেলিয়া ক্রিকেট দল। চতুর্থ দিনেই সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়া ১৭২ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ডকে।
ওয়েলিংটন টেস্টে ৩৬৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে লায়নের বোলিং নৈপুণ্যে ১৯৬ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ৪৩ রানে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৬৫ রানে ৬ উইকেট সংগ্রহ করেন এই অজি স্পিনার।
ম্যাচে ৩৬৯ রানের টার্গেটে তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ১১১ রান করেছিলো নিউজিল্যান্ড। ৭ উইকেট হাতে নিয়ে আরও ২৫৮ রান দরকার ছিল কিউইদের। মাঠে অপরাজিত ছিলেন রাচিন রবীন্দ্র (৫৬) ও ড্যারিল মিচেল (১২) রানে।
রোববার (৩ মার্চ) চতুর্থ দিনের সপ্তম ওভারে নিউজিল্যান্ডের উপরে জোড়া আঘাত হানেন আগের দিন ২ উইকেট নেয়া লায়ন। রবীন্দ্রকে ৫৯ এবং উইকেটরক্ষক টম ব্লান্ডেলকে খালি হাতে সাজঘরে ফেরত পাঠান তিনি। পরের ওভারে গ্লেন ফিলিপসকে ১ রানে শিকার করে টেস্ট ক্যারিয়ারে ২৪তম বারের মত ইনিংসে ৫ উইকেট পূর্ণ করেন ডানহাতি স্পিনার।
১২৮ রানে ৬ উইকেট হারিয়ে জয় থেকে ছিটকে পড়ে নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত ১৯৬ রানে অলআউট হয় স্বাগতিকরা ।
আরআই