সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
প্রথমবারের মতো ফরচুন বরিশালের হয়ে বিপিএল খেলতে এসেই দারুণ আতিথেয়তা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ডেভিড মিলার। তার দলও পেয়েছে এই আসরের চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ।
বিপিএলের দশম আসর খেলতে এসে নিজের বিয়ের কথা জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ডেভিড মিলার। ফরচুন বরিশালের হয়ে প্লে-অফ ও ফাইনালসহ মোট তিন ম্যাচ খেলেন তিনি। নিজের প্রথম ম্যাচে মাঠে নামার আগেই প্রোটিয়া ক্রিকেটার জানিয়েছিলেন, রোববার (৩ মার্চ) বিয়ে করতে যাচ্ছেন তিনি। বিপিএলের শিরোপা জয়ী ফ্র্যাঞ্চাইজি বরিশাল, এই তারকা ক্রিকেটারের বিয়ে উপলক্ষে তার হবু স্ত্রীর জন্য উপহার পাঠিয়েছে।
ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান বলেন, ‘আমাদের পক্ষ থেকে মিলারকে ধন্যবাদ জানিয়েছি। আমাদের পক্ষ থেকে তার হবু স্ত্রীর জন্য জামদানি শাড়ি গিফট করে দিয়েছি।’
আরআই