সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট একসঙ্গে মাঠে গড়ানোয় শঙ্কা ছিল তারকা শূন্য হয়ে যাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। তবে দিন যত ঘনিয়ে আসছে, তারকাদের আনাগোনাও বাড়ছে।
সেই তালিকায় এবার যোগ হলেন দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটার ডেভিড মিলার। ফরচুন বরিশালের হয়ে খেলতে চুক্তিসই করেছেন কিলার খ্যাত এই প্রোটিয়া ব্যাটার। যদিও তিনি ঠিক কত ম্যাচ খেলবেন সেটি জানায়নি বরিশাল ফ্র্যাঞ্চাইজি।
আজ থেকে শুরু হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি–টোয়েন্টি আসর এসএ টোয়েন্টি। টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ১০ ফেব্রুয়ারি। এসএ টোয়েন্টিতে পার্ল রয়্যালের ক্যাপ্টেন মিলার। অন্যদিকে বিপিএল শুরু হবে আগামী ১৯ জানুয়ারি থেকে। শেষ হবে মার্চে। তাই বলা যায় বরিশালের হয়ে বেশ কয়েকটি ম্যাচেই দেখা যাবে মিলারকে।
মিলার ছাড়াও ড্রাফটের বাইরে আরও তিন ক্রিকেটার মোহাম্মদ ইমরান, আকীফ জাভেদ ও নুয়ান থুশারাকে নিয়েছে বরিশাল।
ফরচুন বরিশালের স্কোয়াড: তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, ইবরাহিম জাদরান, শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি, দুনিত ওয়েলালাগে, মুশফিকুর রহিম, রাকিবুল হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, সৌম্য সরকার, ইয়ানিক কারিয়াহ, কামরুল ইসলাম রাব্বি, প্রীতম কুমার, তাইজুল ইসলাম, প্রান্তিক নওরোজ নাবিল ও দীনেশ চান্দিমাল।
এমআর/