সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দেশের সবচেয়ে রোমাঞ্চকর ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএলের প্রাইজমানি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিপিএলের গতবারের আসরে চ্যাম্পিয়ন দল পেয়েছিল ১ কোটি টাকা, আর রানারআপ দল পেয়েছিল ৫০ লাখ টাকা। এবার দ্বিগুণ হয়েছে সেই প্রাইজমানি।
এবার দ্বিগুণ হয়েছে সেই প্রাইজমানি। বিপিএল ২০২৪ আসরে চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে ২ কোটি টাকা। রানারআপ দল পাবে ১ কোটি টাকা।
এছাড়া টুর্নামেন্টের সেরা ক্রিকেটারকে দেওয়া হবে ১০ লাখ টাকার প্রাইজমানি। সর্বোচ্চ রানসংগ্রাহক এবং উইকেটশিকারী দুজনই পাবেন ৫ লাখ টাকা করে।
ফাইনাল ম্যাচে ম্যাচসেরা হওয়া ক্রিকেটারের পকেটে ঢুকবে ৫ লাখ টাকা। অন্যদিকে টুর্নামেন্টের সেরা ফিল্ডারকে দেওয়া হবে ৩ লাখ টাকার প্রাইজমানি।
আগামীকাল ১ মার্চ মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে বিপিএলের ফাইনাল ম্যাচ। মুখোমুখি হবে দুই ফাইনালিস্ট কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ফরচুন বরিশাল।
আরআই