সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে চোটের কারণে ছিটকে গেছেন স্পিনার আলিস আল ইসলাম। অন্যদিকে ইনজুরি থেকে ফিরে সদ্য শেষ হওয়া বিপিএলে দারুণ পারফর্ম করেছেন মোহাম্মাদ সাইফুদ্দিন। আলিসের জায়গায় সাইফুদ্দিনকে নেওয়া হতে পারে এমন সম্ভাবনা তৈরি হয়েছিলো তার পারফর্মেন্স দেখে। কিন্তু দলে ডাক পেয়েছেন মিডেল অর্ডার ব্যাটার জাকের আলি অনিক। সাইফুদ্দিনকে দলে না নেওয়ার কারণ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আগামীকাল সোমবার (৪ মার্চ) থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজ। তার আগে রোববার (৩ মার্চ) সংবাদ সম্মেলনে আসেন জাতীয় দলের অধিনায়ক শান্ত। সেখানে তিনি বলেন, 'আমাদের পর্যাপ্ত স্পিনার আছে। রিশাদ খুব ভাল বল করেছে। ব্যাটার জাকের আলিকে নেওয়ার কারণ আমার মনে হয়েছে দলে মিডল অর্ডার ব্যাটার দরকার। নির্বাচক, কোচ সবারই মনে হয়েছে আরেকটা মিডল অর্ডার ব্যাটার দরকার। সেই কারণেই জাকেরকে যুক্ত করা।'
সাইফুদ্দিনকে দলে না নেওয়া প্রসঙ্গে শান্ত আরও বলেন, 'সাইফুদ্দিনের ব্যাপার যেটা মনে হয় ইনজুরি থেকে আসার পর খুব ভালোভাবে ফিরেছে। তবে ইনজুরি থেকে আসার পর এরকম একটা সিরিজ খেলা আমাদের ফিজিও যারাই ছিলেন সবার মনে হয়েছে এটা ঝুঁকিপূর্ণ হবে। আশা করছি এরকম (পারফরম্যান্স) চালিয়ে যাবে, সামনে ডিপিএল আছে। তাহলে সুযোগ থাকবে।'
আরআই