সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সৌদি প্রো লিগের শুরুতেই টানা দুই ম্যাচ হেরে চাপে ছিল রোনালদো-মানেদের ক্লাব আল নাসর। প্রথম ম্যাচে রোনালদো ছাড়া হারলেও পরের ম্যাচে তাকে নিয়েই হেরেছে। তৃতীয় ম্যাচে হারলে বড্ড ঝামেলা হয়ে যেত আল নাসরের।
মঙ্গলবার রাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের ম্যাচে আরব আমিরাতের ক্লাব শাবাব আল আহলির বিপক্ষে মাঠে নেমেছিল আল নাসর।
ম্যাচের শুরু থেকে আক্রমণ চালায় দুই পক্ষ। তবে প্রথমে সফলতা পায় আল নাসর। ম্যাচের ১১ মিনিটের মাথায় আল নাসরকে লিড এনে দেন তালিসকা। তবে ধরে রাখতে পারেনি লিড, ১৮ মিনিটের মাথায় ম্যাচে সমতা ফেরায় শাবাব আল আহলির ইয়াহিয়া আল-ঘাসানি।
প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়। বিরতির পর ফিরেই দারুণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ২-১ করেন আল ঘাসানি।
ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত ২-১ গোলে পিছিয়ে ছিল আল নাসর। এরপর অবিশ্বাস্য ভাবে ঘুরে দাঁড়ায় রোনালদোরা। ৮৮ মিনিটের মাথায় সুলতান আল ঘানামের গোলে ২-২ সমতায় ফেরে আল নাসর।
এরপর অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে আবারও তালিস্কার গোলে এগিয়ে আল নাসর। সপ্তম মিনিটে মার্সেলো ব্রোজাভিচের গোল শেষ পেরেক ঠুকে দেয় শাবাব আল আহলির কফিনে।
শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে জিতে এএফসি চ্যাম্পিয়নস কাপের মূলপর্ব নিশ্চিত করেছে রোনালদোরা।
এমআর/