সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
অদূর ভবিষ্যতে ফের দেখা দিতে পারে মহামারির প্রাদুর্ভাব। আর এবারের মহামারি আসবে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে। বড় বড় বিজ্ঞানীরা এই সতর্কবার্তায় দিয়েছে। একটি আন্তর্জাতিক গবেষণাপত্র আগামী সপ্তাহান্তের মধ্যেই প্রকাশিত হবে। প্রকাশিতব্য ওই গবেষণাপত্রে বলা হয়, ৫৭ শতাংশ জ্যেষ্ঠ রোগ বিশেষজ্ঞ মনে করেন, ফ্লু ভাইরাসের একটি স্ট্রেইন পরবর্তী প্রাদুর্ভাবের কারণ হতে পারে। শনিবার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।
এই গবেষণাটি চালিয়েছেন কোলোগনে ইউনিভার্সিটির জন সালমানাতোন-গার্সিয়া। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে বড় মহামারি হবে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। দীর্ঘমেয়াদী গবেষণার ওপর ভিত্তি করে দেখা যায় এটি ক্রমাগত বিকশিত ও পরিবর্তিত হচ্ছে। গার্সিয়া আরও বলেন, প্রতি শীতেই ইনফ্লুয়েঞ্জা ফিরে আসে। এটাকে ছোটখাটো একটি মহামারি বলায় যেতে পারে। এই ভাইরাসের ওপর তেমন কোনো নিয়ন্ত্রণ নেই। কারণ, প্রতি মৌসুমেই নতুন স্ট্রেইনে হাজির হয় এটি। এর জন্য এটি নির্মূল সম্ভব নয়।
এই গবেষণার তথ্য নেওয়া হয়েছে ১৮৭ জ্যৈষ্ঠ বিজ্ঞানীর কাছ থেকে। আর আগামী সপ্তাহে বার্সোলনায় অনুষ্ঠিতব্য ইউরোপীয়ান সোসাইটি অব ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি অ্যান্ড ইনফেকশন ডিজিসেস সম্মেলনে এটি প্রকাশিত হবে।
গবেষণায় অংশ নেওয়া ২১ শতাংশ বিশেষজ্ঞ মনে করেন, ইনফ্লুয়েঞ্জার পর পরবর্তী মহামারি হতে পারে একটি ভাইরাস। যার নাম দেওয়া হয়েছে ডিজিজ এক্স। তবে, এ বিষয়ে এখনও তেমন কিছু জানেন না বিজ্ঞানীরা। তাদের বিশ্বাস, পরবর্তী মহামারিটি এমন একটি অণুজীবের কারণে ঘটবে যা এখনও পর্যন্ত শনাক্ত করা যায়নি। ঠিক যেমনটা ঘটেছিল কোভিড ভাইরাসের সময়।
কিছু কিছু বিশেষজ্ঞের কাছে এখনও করোনা মাহামারি একটি হুমকি। গবেষণায় অংশ নেওয়া ১৫ শতাংশ বিশেষজ্ঞের মতে, করোনার জন্যই অদূর ভবিষ্যতে নতুন মহামারি আসতে পারে। এ ছাড়া প্রাণঘাতী লাস্সা, নিপাহ, ইবোলা ও জিকা ভাইরাস বিশ্বের জন্য হুমকি হতে পারে বলে মনে করেন ১ থেকে ২ শতাংশ বিশেষজ্ঞ।
এপ্রিলের মাঝামাঝিতে ইনফ্লুয়েঞ্জা নিয়ে একটি সতর্ক বার্তা তেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ওই সময় বৈশ্বিক সংস্থাটি জানায়, এইচ৫এন১ স্ট্রেইনের ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাব বাড়ছে। প্রতি বছর লাখ লাখ প্রাণী এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে। ২০২০ সাল থেকে এর প্রাদুর্ভাব বাড়ে ও এতে লাখ লাখ পোল্ট্রি মুরগি মারা যায়। এ ছাড়া লাখ লাখ বন্যপাখিও মারা গেছে এই ভাইরাসে। সম্প্রতি গৃহপালিত পশুপাখিও এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে।
এম