সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
একদলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। তাই নির্বাচন নিরপেক্ষ করতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে। গত নির্বাচনেগুলো একদলীয়ভাবে হয়েছে, সুষ্ঠু হয়নি বলে জানিয়েছে বিএনপি।
রোববার (১৩ আগস্ট) বিকেলে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকে এসব কথা জানিয়েছে দলটির প্রচার সম্পাদক শহিদউদ্দিন চৌধুরী এ্যানী। দলের পক্ষ থেকে অংশ নেন তিনি। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সফররত দুই মার্কিন কংগ্রেসম্যান।
এ্যানী বলেন, নির্বাচন ব্যবস্থা নিয়ে তারা জানতে চাইলে বলেছি, আমরা সবসময় ফ্রি ফেয়ার ইলেকশন চেয়েছি। কিন্তু গত কয়েকটি নির্বাচন এক দলীয় নির্বাচন হয়েছে। কোনো ফ্রি ফেয়ার ইলেকশন হয়নি। তবে, আমরা আশাবাদী এবার নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা অবাধ-সুষ্ঠু নির্বাচন হবে।
পিটার হাসের সঙ্গে বিএনপি ছাড়াও আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জাপা) নেতারা বৈঠক করেছেন।
এফএইচ