সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বছর দুয়েক আগে দ্বিতীয় স্বামী ব্যান্ডশিল্পী রুমি রহমানের মৃত্যুর পর ভেঙে পড়েন গায়িকা, অভিনেত্রী ও উদ্যোক্তা বর্ষা চৌধুরী। এর মধ্যে এক সন্তানের বয়স তখন সবে দেড় মাস। অন্যদিকে বর্ষার সঙ্গে রুমিরও দ্বিতীয় সংসার এটি।
দ্বিতীয় স্বামীকে হারানোর পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই আবেগঘন পোস্ট করে আসছিলেন বর্ষা, কিন্তু হঠাৎই দেন বিয়ের ইঙ্গিত। শুক্রবার (১৭ মে) সবাইকে চমকে দিয়ে তৃতীয় বিয়ের পিঁড়িতে বসেন তিনি। পাত্রটিও ঢাকাই সিনেমার পরিচিত মুখ রাসেল মিয়া।
২০২২ সালের মাঝামাঝি মুক্তি পায় ‘ভাইয়ারে’ সিনেমাটি। এর নির্মাতা এবং প্রধান অভিনেতা রাসেল মিয়া কখনো রিকশা চালিয়ে, আবার কখনো ঠেলাগাড়ি ঠেলে সিনেমাটির প্রচার করে আলোচনায় আসার চেষ্টা করেন। কিন্তু সেসব ছাপিয়ে আলোচনায় আসে সিনেমাটিকে নিয়ে তার বেশ কিছু মন্তব্য।
‘প্রথম পাপমুক্ত সিনেমা’, ‘অজু নিয়ে দেখা যাবে’ এমন মন্তব্য করে ভাইরাল হন তিনি। এমনকি সিনেমার প্রচারণার একটি ভিডিওতে তাকে হাউমাউ করে কান্না করতেও দেখা গেছে।
এবার সেই রাসেল মিয়া বিয়ে করলেন বর্ষা চৌধুরীকে। তাদের বিয়েতে উপস্থিত ছিলেন অভিনেত্রী রত্না কবির, অভিনেতা ডিএ তায়েব ও ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমকে জানিয়েছেন অভিনেত্রী রত্না ও হেলেনা জাহাঙ্গীর।
গতকাল শুক্রবার (১৭ মে) হেলেনা জাহাঙ্গীর খবরটি জানিয়ে ফেসবুকে ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ছোট ভাই রাসেল মিয়াকে বিয়ে করালাম। সকলে দোয়া করবেন। বউ আমার ছোট বোন বর্ষা চৌধুরী। দুজনেই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক পরিচিত মুখ। সবাই তাদের সুখী জীবনের জন্য দোয়া করবেন।
ডিপি/