সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন দেশটি সফররত আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল। বিজেপির প্রেসিডেন্ট জগত প্রকাশ নাড্ডা ও জেনারেল সেক্রেটারি বিনোদ তড়ের সঙ্গে প্রতিনিধিদলটি পৃথক বৈঠক করেছেন।
দিল্লিতে সোমবার (৭ আগস্ট) দুপুরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাকের নেতৃত্বে বিজেপির প্রেসিডেন্ট জে পি নাড্ডার বাসভবনে তার সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মেরিনা জাহান কবিতা ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরমা দত্ত।
পরে বিজেপির সদর দপ্তরে দলটির জেনারেল সেক্রেটারি বিনোদ তড়ের সঙ্গেও আলোচনায় মিলিত হন প্রতিনিধিদলটি। দুটি বৈঠকেই দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক নানা বিষয়, আঞ্চলিক সহযোগিতা, জঙ্গিবাদ দমন ও রাজনৈতিক স্থিতিশীলতার বিষয়ে বিশেষ গুরুত্বসহ আলোচিত হয়েছে বলে জানা গেছে।
আরএ/এইউ