সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির কারণ দেখিয়ে পেট্রোল ও হাই-স্পিড ডিজেলের (এইচএসডি) দাম বাড়িয়েছে পাকিস্তান সরকার।
অর্থ বিভাগের এক বিজ্ঞপ্তির বরাতে ডন জানিয়েছে, পেট্রোলের দাম লিটারে ৯.৯৯ পাকিস্তানি রুপি বেড়ে ২৭৫.৬ টাকা হয়েছে৷ আর ডিজেল লিটার প্রতি ৬.১৮ রুপি বেড়ে ২৮৩.৬৩ রুপি হয়েছে। বিশ্বব্যাপী তেলের বাজারে সাম্প্রতিক মূল্যের তারতম্যের কারণে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানোর কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
মূল্য বৃদ্ধি হলেও কর ও শুল্কে কোনো পরিবর্তন হচ্ছে না। বিদ্যমান হার অনুযায়ীই জ্বালানি আমদানি করার কথা জানিয়েছে সরকার।
সূত্রের বরাতে ডন জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে যথাক্রমে প্রতি ব্যারেলে ৪.৪ ডলার ও ২ ডলার। গত দুই সপ্তাহে আন্তর্জাতিক বাজারে এমন মূল্যবৃদ্ধি হয়েছে।
বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে পাকিস্তানে এর আগে পেট্রোলের দাম লিটারে ৭.৬০ রুপি এবং ডিজেলে ৩.৫০ রুপি বাড়ার অনুমান করছিলেন বিশ্লেষকরা। বাস্তবে বেড়েছে আরও বেশি।