সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শিল্পের ক্যাপটিভ পাওয়ার ইউনিটগুলোতে গ্যাসের দাম প্রায় ৯ শতাংশ বাড়িয়েছে পাকিস্তান সরকার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্তপূরণে এই দাম বাড়ানো হয়েছে, যা কার্যকর হচ্ছে ১জুলাই থেকে।
ডন জানিয়েছে, আইএমএফের তিন বছরের ঋণ কর্মসূচির অধীনে বাধ্যবাধকতা বা শর্ত পূরণের অংশ হিসেবে অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেবের নেতৃত্বে সরকারের অর্থনৈতিক সমন্বয় কমিটির (ইসিসি) একটি বিশেষ অধিবেশনে এই সিদ্ধান্ত হয়।
পেট্রোলিয়াম বিভাগ বলছে, আইএমএফ মিশনের সঙ্গে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকে গ্যাসের মূল্যবৃদ্ধি পূর্ববর্তী পদক্ষেপ হিসাবে নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম কমার কারণে প্রস্তাবিত ১৫ শতাংশ মূল্য হ্রাস (গড়ে ১৩৩ বিলিয়ন রুপি) আটকে গেছে নতুন করে উল্টো মূল্যবৃদ্দির কারণে। বিশ্বে যখন দাম কমছে, তখন দাম বৃদ্ধির কারণে স্টেকহোল্ডারদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
তেল ও গ্যাস নিয়ন্ত্রক কর্তৃপক্ষের (ওগ্রা) মতে, গ্যাস কোম্পানিগুলোর বিধিবদ্ধ প্রয়োজনীয়তা পূরণে ২০২৪-২৫ অর্থবছরের জন্য গ্যাসের দাম প্রতি ইউনিটে ১৮০ রুপি কমানোর কথা ছিল। কিন্তু ইসিসির সভার পর ক্যাপটিভ বিদ্যুৎ প্লান্টগুলোর জন্য প্রতি মিলিয়ন এমএমবিটিইউতে শুল্ক ৩ হাজার রুপি হবে, যা আগে ছিল ২ হাজার ৭৫০ রুপি। আয় বাড়ানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।