দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পাকিস্তানের খাইবারপাখতুনখোয়ায় সিনিয়র সাংবাদিক খলিল জিবরানের হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র হচ্ছে প্রতিবাদ। বিভিন্ন সাংবাদিক সংগঠন ও স্থানীয়রা এই ঘটনায় জোরাল প্রতিবাদ জানাচ্ছে।
ডন জানিয়েছে, খাইবারপাখতুনখোয়ার ল্যান্ডি কোটাল জেলায় গুলি করে হত্যা করা হয় খলিলকে। ওই অঞ্চলে সাংবাদিকদের ওপর ক্রমবর্ধমান আক্রমণের চিত্র তুলে ধরছে এই ঘটনা।
গত বুধবার সকালে খলিলের সমাধিস্থলের সামনে প্রতিবাদ বিক্ষোভ করেন বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকরা। তোরখাম সীমান্ত সংযোগের মূল সড়ক বন্ধ করে দেন তারা। হত্যাকাণ্ডের ঘটনার নিন্দা জানান বিক্ষোভকারীরা।
হত্যাকাণ্ডের পরপরই মারজিনা পাহাড়ি এলাকায় তেহরিক ই তালেবানের কর্মীদের উপস্থিতির খবরেও অনুসন্ধান অভিযান চালাতে ব্যর্থ হওয়ার অভিযোগ তোলেন আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। বিক্ষোভকারীরা অপরাধীদের গ্রেপ্তারে তিন দিনের আল্টিমেটাম দেন। সেইসঙ্গে খলিলের পরিবারকে এক কোটি রুপি ক্ষতিপূরণ দেওয়ার দাবি তোলেন।
প্রেস ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনও আলাদা কর্মসূচিতে হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে সাংবাদিকদের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতার দাবি জানায়।
খাইবারপাখতুনখোয়ার জামরিদ এলাকায় সম্প্রতি গাড়ি থেকে খলিলকে নামিয়ে গুলি চালায় অস্ত্রধারীরা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার শরীরে ১৯টি গুলির আঘাত পান চিকিৎসকেরা।