দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পাকিস্তানের পার্বত্য উপত্যকায় দিনে ১৮ ঘন্টা বিদ্যুৎ না থাকার মানে স্থানীয় শিক্ষিকা আনিকা বানো তার ফ্রিজকে বই আর রান্নাঘরের বাসন রাখার জন্য আলমারি হিসেবেই ব্যবহার করেন। জ্বালানি ঘাটতির কারণে দেশটি বিদ্যুৎ সংকটে ধুঁকছে। কিন্তু স্কার্দু শহরের মত কিছু এলাকায় সেই দুর্ভোগ চরমে উঠেছে।
ডন জানিয়েছে, পাকিস্তানে চলমান তাপপ্রবাহের মধ্যেই দেশটিতে পর্বতারোহীদের ভ্রমণ বেড়েছে। কিন্তু এর ফলে বিদ্যুৎ ঘাটতির কারণে বিশ্বের দ্বিতীয়-সর্বোচ্চ শিখর কে২ তারা আরোহণ করতে পারছে না।
ভালো মানের হোটেলগুলো সৌর প্যানেল বা জেনারেটর দিয়ে তাদের ঘাটতি মেটালেও অনেক স্থানীয়দের জন্যেই সেটা সম্ভব হচ্ছে না।
স্থানীয় শিক্ষিকা আনো বলেন, “আমাদের সবকিছু নতুন করে উদ্ভাবন করতে হবে...। আমাদের কোনো ওভেন নেই। কাপড় ইস্ত্রি করার জন্য আমরা কয়লাচালিত ইস্ত্রি মেশিন ব্যবহার করি। কাজ শেষে বাসায় ফিরলে আমরা হিটার চালাতেও পারি না।
গিলকিট বালতিস্তানের সবচেয়ে বড় শহর স্কার্দু। ওল্ড সিল্ক রোড থেকে দেখা যায় অনেক উঁচু টাওয়ার। এছাড়া চেরি বাগান, হিমবাহ এবং বরফ-নীল লেক দর্শক আকর্ষণ করে।
এই শহরে প্রায় ২ লাখ মানুষের বাস। অঞ্চলটিতে ২০২৩ সালে প্রায় ৮ লাখ ৮০ হাজার অভ্যন্তরীণ দর্শনার্থী ভ্রমণ করে, ২০১৪ সালে যা ছিল ৫০ হাজারের বেশি।
রিজার্ভে ঘাটতি, অব্যবস্থাপনা আর দ্রুত জনসংখ্যা ও জলবায়ু পরিবর্তনের কারণে বিদ্যুৎ সংকটে ধুঁকছে দেশটির বিভিন্ন এলাকা। কিন্তু পর্যটন এমন ফুলে ওঠার বিষয়টি স্থানীয়ভাবে বিদ্যুতের চাহিদাও তুলে ধরছে।
আঞ্চলিক সরকারের বিদ্যুৎ ও পানি সরবরাহবিভাগের ঊধ্বর্তন প্রকৌশলী মোহাম্মদ ইউনুস বলেন, জনসংখ্যা বৃদ্ধি আর পর্যটন কার্যক্রম বেড়ে যাওয়ার কারণে পাকিস্তানে লোডশেডিং বেড়েছে।
শীতে ২২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হয়েছে, গরমের সময়ে যা হয়েছে ১৮-২০ ঘণ্টা। গত ৬ বছরের চেয়ে লোডশেডিং ১০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে সরকারের বিদ্যুৎ ও পানি সরবরাহ বিভাগ।