দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তানের একটি বেসরকারি বালিকা বিদ্যালয়ে বোমা হামলা চালানো হয়েছে। গত বুধবার রাতে ওই বিস্ফোরণের খবর পাওয়া যায়। অজ্ঞাত জঙ্গিরা এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ সূত্রের বরাত দিয়ে ডন জানিয়েছে।
পুলিশ সূত্র বলছে, জঙ্গিরা প্রথমে স্কুলের প্রহরীকে নির্যাতন করে। পরে স্কুল ভবনের দুটি কক্ষ উড়িয়ে দেয়। তবে বিস্ফোরণে কোনো প্রাণহানি হয়নি।
এর আগে গত বছরের মে মাসে পাকিস্তানের একটি শহর মিরালিতে মেয়েদের দুটি সরকারি স্কুলে একই ধরনের হামলা চালানো হয়। সেসময় কেউ হতাহত হয়নি। গভর্নমেন্ট গার্লস মিডল স্কুল নূর জান্নাত এবং গভর্নমেন্ট গার্লস মিডল স্কুল ইউনুস কোট নামের ওই স্কুল দুটিতে প্রায় ৫০০ ছাত্রী রয়েছে। জঙ্গিরা সেখানে হামলা চালায় মধ্যরাতের দিকে।
নতুন করে যে স্কুলে হামলা চালানো হয়েছে, সেই স্কুলটি আগে থেকেই বহুবার হুমকি পেয়ে আসছিল।