সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে মাগুইন্দানাও দেল সুর প্রদেশের দাতু সৌদি আম্পাতুয়ান শহরে একটি জলাভূমিতে সোমবার (২২ এপ্রিল) নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে ১২ জঙ্গি নিহত হয়েছে। এ সময়ে নিরাপত্তা বাহিনীর সাত সদস্য আহত হয়েছে। সেনাবাহিনীর এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
স্থানীয় অনলাইনের প্রতিবেদনে সোমবার (২২ এপ্রিল) ব্রিগেডিয়ার মো. জেনারেল হোসে ভ্লাদিমির কাগারা বলেন, অঞ্চলটি কমিউনিস্ট বিদ্রোহী থেকে শুরু করে ইসলামপন্থী জঙ্গিসহ একাধিক সশস্ত্র গোষ্ঠীর আশ্রয়স্থল। বাংসামোরো ইসলামিক ফ্রিডম ফাইটার্স-করিয়ালান গ্রুপের নেতা মোহিডেন অ্যানিমবাং, তার ভাই সাগা আনিমবাং এবং আরও ১০ জন সন্দেহভাজন জঙ্গিসহ নিহত হয়েছেন। আহত হয়েছে সাত সেনা। যুদ্ধস্থল থেকে তাদের প্রায় এক ডজন আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, ফিলিপাইনের অশান্ত দক্ষিণ এক দশকের পুরনো মুসলিম বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ এবং ইসলামিক স্টেট গ্রুপের প্রতি আনুগত্য ঘোষণা করা চরমপন্থী দলগুলোর আবাসস্থল।