দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠায় ইরান-সমর্থিত গোষ্ঠী জাইনবিয়ুন ব্রিগেডকে একটি ‘সন্ত্রাসী সংগঠন’ অ্যাখ্যা দিয়েছে পাকিস্তান। সিরিয়ায় সক্রিয় এই গোষ্ঠীর সঙ্গে পাকিস্তানি নাগরিকদেরও কেউ কেউ আছে বলে মনে করা হয়।
গত ২৯ মার্চ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জাইনবিয়ুন ব্রিগেডের কিছু কিছু কার্যকলাপ দেশের ‘শান্তি ও নিরাপত্তার জন্য ক্ষতিকর’ বলে বিশ্বাস করার কারণ আছে পাকিস্তান সরকারের। এরপর পাকিস্তানের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম অথরিটি (এনএসিটিএ) নিষিদ্ধ সংগঠনের তালিকা হালনাগাদ করে ৭৯তম স্থানে রেখেছে জাইনবিয়ুনকে। গত বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রীর ওই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসে।
আরব নিউজ জানিয়েছে, গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্ক শহরে ইরানের কনস্যুলেট ভবনে আক্রমণ চালালে ইরানের দুই জেনারেলসহ রেভ্যুলুশনারি গার্ডের সাত সদস্যের প্রাণ যায়। ওই ঘটনায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলকে শাস্তির আওতার করা হুঁশিয়ারি দেন । কিছু বিশেষজ্ঞ মনে করেন, বিশ্বে ইসরায়েল সম্পর্কিত বিষয় ও জায়গাগুলোতে আক্রমণ চালাবে ইরান। এজন্য জাইনবিয়ুন ব্রিগেডকে কাজে লাগানো হতে পারে। সিরিয়ায় আক্রমণ ও ইরানের কঠোর হুঁশিয়ারি নিয়ে জাইনবিয়ুনকে নিয়ে এমন নিষিদ্ধের কথা বলছে পাকিস্তান।
২০১৯ সালে জাইনবিয়ুন ব্রিগেডকে কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র। এরপর থেকে এই গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে পাকিস্তান সরকার। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের নিরাপত্তার জন্য হুমকি মনে করায় ইসলামাবাদ জাইনবিয়ুন ব্রিগেডকে অবৈধ ঘোষণা করেছে।