দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পাকিস্তানের গোয়াদারে সেনা স্থাপনায় ফের হামলার ঘটনা বেড়েছে। সেখানকার একটি স্থাপনায় সাম্প্রতিক হামলায় দুই প্রতিরক্ষা কর্মীর প্রাণ গেছে, আহত হয়েছেন চার বেসামরিক নাগরিক। দ্য বেলুচিস্তান পোস্ট জানিয়েছে, সাম্প্রতিক হামলাটি সিয়াজি এলাকায় পাকিস্তানের বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াডের ওপর অতর্কিতভাবে চালানো হয়। সেনাকর্মকর্তারা তাদের ফাঁড়ির দিকে যাওয়ার পথে আক্রমণের শিকার হন বলে পুলিশ জানিয়েছে।
তবে ওই ঘটনায় এখন পর্যন্ত কোনো দায় স্বীকার করেনি কোনো সংগঠন। বেলুচিস্তান পোস্ট এক্সে এক পোস্টে লিখেছে, বেলুচিস্তানে পাকিস্তানি সামরিক বাহিনীর ওপর হামলার ঘটনাগুলো বেড়েছে। বোলানে পাকিস্তানি সামরিক বাহিনীর একটি নিরাপত্তা চৌকিকে টার্গেট করে আক্রমাণ চালানো হয়। বেশ কিছু হতাহতের খবর পাওয়া যায়। বুধবার পাকিস্তানের গোয়াদর বন্দর কর্তৃপক্ষ কমপ্লেক্সেও একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত দুই পাকিস্তানি সেনা ও আট সন্ত্রাসী নিহত হয়।
পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস এক বিবৃতিতে জানায়, সন্ত্রাসীর একটি দল পোর্ট অথরিটি কলোনিতে প্রবেশের চেষ্টা করেছিল। ওই দলে ছিল আটটজন। পরে অভিযানে বিশাল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার করা হয়। বেলুচিস্তান লিবারেশন আর্মির মজিদ ব্রিগেড হামলার দায় স্বীকার করে।