সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার অবৈধ তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুই জন গর্ভবতী মহিলাও আছে। সূত্র: রয়টার্স
বুধবার (৪ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে- নাইজেরিয়ার তেল-সমৃদ্ধ নাইজার ডেল্টা অঞ্চলে বেআইনি পরিশোধন একটি সাধারণ ঘটনা। সেখানকার দরিদ্র জনগোষ্ঠী জ্বালানি তৈরি করতে পাইপলাইনগুলিকে ট্যাপ করে। এটি সাধারণ ও বিপদজনক পন্থায় পরিশোধনের সময় প্রায়ই মারাত্মক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ওই সম্প্রদায়ের নিরাপত্তা প্রধান রুফাস ওয়েলেকেম জানিয়েছেন, গত সোমবার ভোররাতে রিভার স্টেটের ইবা এলাকায় বিস্ফোরণের পর এই ঘটনা ঘটেছে। এছাড়া রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী ঘটনাস্থলে পোড়া পাম গাছ এবং মোটরবাইকে ঘেরা খোলা জায়গায় ১৫ জনের মৃতদেহ দেখেছেন।
ওয়েলেকেম জানান, আগুনে পঁয়ত্রিশ জন লোক নিহত হয়। ভাগ্যবান দু’জন মানুষ সেখান থেকে প্রাণ নিয়ে পালাতে পারলেও তারা আজ সকালে হাসপাতালে মারা গেছেন। স্বজনরা নিহতদের কয়েকজনকে শনাক্ত করে দাফনের জন্য নিয়ে গেছেন।
উল্লেখ্য, নাইজেরিয়ার বিভিন্ন তেল কোম্পানির পাইপলাইন থেকে তেল চুরির পর সেগুলো অবৈধ শোধনাগারে পরিশোধন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিপজ্জনক এই প্রক্রিয়ার কারণে অনেক সময় মারাত্মক দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ঘটে থাকে প্রাণহানি। চরম দারিদ্র্যের কারণে অনেকে এই ঝুঁকিপূর্ণ কাজ করে থাকেন।
তবে অবৈধ এই কর্মকাণ্ডে দেশটির রাজনীতিবিদ এবং নিরাপত্তা কর্মকর্তারা বেশ দৃঢ়ভাবে জড়িত বলে স্থানীয় পরিবেশবাদী সংস্থাগুলো অভিযোগ করে থাকে।
আরএ