সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আসরের প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে চমক দেখিয়েছিল নতুন দল দুর্দান্ত ঢাকা। তবে আজ চট্টগ্রামের বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগিয়ে হারতে হয়েছে ঢাকাকে।
আজ দিনের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে ঢাকা। ব্যাট করতে নামার পর দ্বিতীয় ওভারে আল আমিনের করা তৃতীয় বল লাফিয়ে উঠে মুখে লাগলে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন ওপেনার দানুস্কা গুনাথিলাকা (১)।
এরপর নাঈম শেখ ১ রান, সাইফ হাসান ৯ আর মোসাদ্দেক হোসেন শুন রানে ফেরায় চাপে পড়ে যায় ঢাকা। শুরুর ধাক্কা কেটে উঠে রস ও ইরফান শুক্কুরের ব্যাটে। রান আউট হওয়ার আগে ৯ বলে ১১ রান করেন রস।
তবে গুনাথিলাকার কনকাসন সাব হিসেবে ব্যাট করতে নেমে ঢাকার মান বাঁচান লাসিথ ক্রসপুল। ইরফান শুক্কুরের সঙ্গে জুটি বেঁধে খেলেন ৩১ বলে ৪৬ রানের ইনিংস।
শুক্কুরের ব্যাটে আসে ২৬ বলে ২৭ রান। শেষ দিকে তাসকিন আহমেদ করেন ৯ বলে ১৫ রান। সবমিলে ৮ উইকেটে ১৩৬ রান করে ঢাকা। চট্টগ্রামের পক্ষে ২টি করে উইকেট নেন আল আমিন ও বিলাল খান।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চড়াও হন চট্টগ্রামের দুই ওপেনার আভিস্কা ফার্নান্দো ও তানজিদ হাসান। যদিও প্রথম ওভারে শরিফুল ইসলামকে তিনটি চার মেরে শেষ বলে হয়ে যান লেগ বিফোর।
তৃতীয় ওভারে ইমরানুজ্জামানকেও লেগ বিফোর করে ফেরান ১ রানে। তবে একপাশ আগলে রেখে খেলেন তামিম। ৪০ বলে ৫টি চার ও ১ ছক্কায় ৪৯ রান করে ফিরেন দলীয় ১০৬৫ রানের মাথায়।
এরপর শাহাদাত হোসেন দিপু ২২ রান করে ফিরলেও নাজিবুল্লাহ জাদরান একাই ম্যাচ জিতিয়ে ছাড়েন মাঠ। গত ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষেও জয় এনে দেন নাজিবুল্লাহ। এই ম্যাচে খেলেছেন ১৯ বলে ৩২ রানের ইনিংস। ঢাকার হয়ে ১টি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও উসমান কাদির।
এমআর/