সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠায় কুমিল্লা।
প্রথম ওভারেই সাজঘরে ফিরেন ফর্মে থাকা ওপেনার তানজিদ হাসান তামিম। ২ বল খেলে রানের খাতা না খুলেই মাঠ ছাড়তে হয় তাকে। এরপর ৯ বলে ৭ রান করে দলের ২১ রানের মাথায় সাজঘরে ফিরে যান আভিষকা ফার্নান্দো। আর ২০ বল খেলে ২৭ রান করে দলের ৪৮ রানের মাথায় বিদায় নেন ব্রুস। বাকি ব্যাটারদের মধ্যে কেউই ধরতে পারেননি দলের হাল। ফলে ১৬.৩ ওভারের মধ্যে ৭২ রানেই অলআউট হয়ে যায় চট্টগ্রাম। বিপিএলের দশম আসরে সবচেয়ে কম রানের ম্যাচ ছিল এটি।
কুমিল্লার পক্ষে ৪ উইকেট শিকার করেন তানভীর ইসলাম। ২ উইকেট নেন আলিস আল ইসলাম। এছাড়া ১টি করে উইকেট তোলেন মুস্তাফিজুর রহমান, রেমন্ড রিফার এবং আমের জামাল।
জবাবে মাঠে নেমে ৯ বলে ২ রান করে দলের ১৪ রানের মাথায় মাঠ ছাড়েন কুমিল্লার অধিনায়ক লিটন। এরপর মাঠে নেমে সুবিধা করতে পারেননি মাহিদুল ইসলাম অঙ্কনও। ৫ বলে ৫ রান করে ফিরতে হয়েছে তাকে। এরপর ক্রিজে জুটি বাঁধেন রিজওয়ান এবং তাওহিদ হৃদয়। ১৩ বলে ৩১ রানের ইনিংস খেলে কুমিল্লার জয় সহজ করে দেয় তাওহিদ হৃদয়। যখন জয়ের জন্য মাত্র ৭ রানের দরকার, তখনই মাঠ ছাড়তে হয় তাকে।
এরপর ৬৪ বল হাতে রেখে ৭ উইকেটের রাজকীয় জয় তুলে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
চট্টগ্রামের হয়ে ১টি করে উইকেট শিকার করেন বিলাল খান, জিয়াউর রহমান এবং আল-আমিন হোসেন।
এও