সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জ্যোতিষীর পূর্বাভাষ করা হয় মহাকাশের গ্রহদের বিভিন্ন গতি ও গোচর থেকে। বড় গ্রহগুলোর গোচর-এর পাশাপাশি ছোট গ্রহর গোচর ও তাদের বিভিন্ন গ্রহের সঙ্গে সংযোগ বা বিভিন্ন কৌণিক দূরত্ব থেকেই সম্ভব্য পূর্বাভাষগুলো বিচার করা হয়। চন্দ্র খুব দ্রুত পৃথিবীর চারদিকে ঘোরে তাই এক এক রাশি অতিক্রম করতে তার সময় লাগে গড়ে সোয়া দুইদিন। ফলে অধিকাংশ ক্ষেত্রে চন্দ্রের সঙ্গে বিভিন্ন গ্রহের সংযোগ হয় দ্রুত। এবং এর প্রভাব মানব জীবনে দ্রুত দেখা যায়। এ পূর্বাভাষের ক্ষেত্রে সৌর জগতের গ্রহগুলোর বাইরেও কিছু গ্রহাণু ও নক্ষত্রের প্রভাব পড়াতে ফলের তারতম্য ঘটে। আসুন জানার চেষ্টা করি কি বলছে এ সপ্তাহের (১৮ আগস্ট ২০২৩ থেকে ২৪ আগস্ট ২০২৩) পূর্বাভাষ। যেহেতু এ সপ্তাহে চন্দ্র সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক রাশিতে অবস্থান করবে ফলে কি ঘটতে যাচ্ছে ?
মেষ রাশি (২১ মার্চ থেকে ২০ এপ্রিল): অসাধারণ সৃজনী প্রতিভা দিয়ে সপ্তাহর শুরুতেই কোনো সম্মান অর্জন করবেন। প্রেম ভালোবাসায় সাহসীদেরই বিজয় হয়। কাজে কর্মে অলসতা ও আকাশ কুসুম কল্পনা ছেড়ে ধারাবাহিকতা ধরে রাখুন। সহকর্মীরা আপনার বন্ধু, তাদের সঙ্গে সম্পর্কের উন্নতি করতে হবে। শেষার্ধে ভুল বোঝাবুঝি ও সন্দেহের কারণে দাম্পত্য ও অংশীদারি ব্যবসায় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা। তাই সমাধান। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। অসুস্থতার কারণে চিকিৎসকের পরামর্শ প্রয়োজন হবে।
বৃষ রাশি (২১ এপ্রিল থেকে ২০ মে): জীবনের স্বপ্ন পূরণের সুযোগ পেয়ে যাবেন শুরুতেই। গৃহস্থালি জীবন হয়ে উঠবে আনন্দ মুখর। প্রেম ভালোবাসা আপনার শূন্য জীবনকে রাঙিয়ে দেবে। প্রতিযোগিতায় বিজয়ী হবেন। বিদ্যার্থীদের উচ্চ শিক্ষায় সাফল্য। শেষার্ধে গোপন রোগ ও শত্রু বৃদ্ধি। অনৈতিক কোনো কাজে জড়াতে পারেন। ব্যবসা বাণিজ্যর বিষয়ে দুঃশ্চিন্তা দেখা দেবে। জীবন সাথীর আচরণে গৃহ জীবন হতে পারে নরক কুণ্ড। ধৈর্য ধারণই এক মাত্র পথ।
মিথুন রাশি (২১ মে থেকে ২০ জুন): আপনার বহুমুখী প্রতিভাকে শুরুতেই কাজে লাগাতে হবে। ব্যবসায়ীক বুদ্ধি ও মধ্যস্থতার দক্ষতা আয় রোজগার বৃদ্ধিতে সাহায্য করবে। বৈদেশিক যোগাযোগে হবেন সফল। আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের উন্নতি, ও পারিবারিক স্বপ্ন পূরণের সময়। শেষার্ধে ভুল বোঝাবুঝির কারণে প্রেমে বিচ্ছেদের আশঙ্কা। পড়াশোনায় আগ্রহ কমে যাবে। মনে অশুভ চিন্তার উদয়কে আটকে দিন। কর্মক্ষেত্রে চলমান জটিলতা মোকাবিলা করতে পারলে সাফল্য আসবে।
কর্কট রাশি (২১ জুন থেকে ২০ জুলাই): শুরুতেই ব্যবসায়ীক ও পারিবারিক ওয়াদা পালন করুন। সুখাদ্য ভোজনের নিমন্ত্রণ পাবেন। সঞ্চয়ের পরিকল্পনায় অগ্রগতি। সকল প্রকার যোগাযোগে সফল হবেন। ব্যবসায়ীক প্রচার প্রচারণার কাজে ভার্চুয়াল মাধ্যমের সাহায্য প্রয়োজন। শেষার্ধে পারিবারিক জীবনে আত্মীয় ক্লেশ দেখা দেবে। কর্মক্ষেত্রে রহস্যজনক ঘটনার কারণে অপদস্থ হতে পারেন। নিজের পরিশ্রমের ফসল অন্যকে ভোগ করতে দেখে খুব খারাপ লাগবে। ভুল মানুষকে ভালোবেসে শেষ দিকে অশ্রু ঝড়তে চলেছে।
সিংহ রাশি (২১ জুলাই থেকে ২১ আগস্ট): সকল বড় পরিকল্পনাগুলো শুরুতেই বাস্তবায়নের চেষ্টা করুন। এ সময়ে নিজের যোগ্যতায় বহু বাধা দূর করতে পারবেন। আর্থিক ক্ষেত্রে অগ্রগতির সময়। কথা দিয়ে কথা রাখতে সফল হবেন। শেষার্ধে বিদেশ থেকে ভালো সংবাদ আসবে। তবে প্রতিবেশী ও ছোট ভাই বোনের সঙ্গে দেখা দেবে সম্পর্কের অবনতি। শেষ দিকে প্রভাবশালী আত্মীয়রপূর্ণ সাহায্য পাবেন। মনের কোনো প্রত্যাশা পূরণ হবে। গৃহে ফিরে আসবে সুখ শান্তি।
কন্যা রাশি (২২ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর): বহুদিন পর দূরে কোথাও যেতে পারেন। প্রবাসীদের সপ্তাহর শুরুতেই ভালো কোনো ঘটনা ঘটবে। পেয়ে যাবেন বিদেশের ভিসা। কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধির সময়। নিজের সিদ্ধান্তের ওপর আস্থা রাখতে হবে। তাহলেই ব্যক্তি ও কর্মজীবনে সফল হবেন। শেষার্ধে আয় রোজগারে বাধা। কথা দিয়ে কেউ কথা রাখবে না। সঞ্চয় ভেঙে চলতে হবে। আত্মীয় ও ভাই বোনের সাহায্যে ঘুচবে ধনাভাব। শেষ দিকে বৈদেশিক যোগাযোগে সফল হবেন। মধ্যস্থতার কাজে উপার্জন বৃদ্ধি পাবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর): বন্ধু বান্ধবের সঙ্গে বহুদিন পর মিলন হবে। আপনার বড় ভাই বোনের বিবাহ শাদীর আলোচনা এগিয়ে যাবে। ব্যবসায়ীক জীবনে আয় রোজগারে উন্নতি হবে। বিদেশ যাত্রার চেষ্টায় সফল হওয়ার সময়। প্রবাসীদের জীবনে আসবে আর্থিক সচ্ছলতা ও উন্নতি। শেষার্ধে ভুল বোঝাবুঝি থেকে সাবধান হতে হবে। কর্মক্ষেত্রে ধৈর্য্য ধরতে হবে। কারও শত্রুতা বা বিরোধীতায় ঘাবড়ে যাবেন না। অর্থ রোজগারে আসবে সফলতা। পেয়ে যাবেন সঞ্চয়ের সুবর্ণ সুযোগ।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর থেকে ২১ নভেম্বর): হারানো সম্মান ফিরে পেতে খুব লড়তে হবে আপনাকে। আপনার সামাজিক ও সাংগঠনিক কাজের সফলতা এনে দেবে আকাশ ছোঁয়া সম্মান। ঠিকাদারি ও মধ্যস্থতার কাজে রোজগার বৃদ্ধির সময়। বন্ধুত্ব ধরে রাখতে জীবনে বড় কোনো ত্যাগ করতে হবে। শেষার্ধে বিদেশ যাত্রায় আসবে রহস্যজনক বাধা। আইনের জটিলতায় ব্যয় বৃদ্ধি পাবে। হতাশ নিরাশ হলে চলবে না। শেষ দিকে কর্ম ক্ষেত্রে অগ্রগতি। নতুন পদ পদবী পেতে প্রভাবশালী লোকের সাহায্য লাভ।
ধনু রাশি (২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর): শুরুতেই ভাগ্য উন্নতি হবে। অসমাপ্ত শিক্ষা জীবন পুনরায় আরম্ভ করার সময়। দেশ থেকে বিদেশে আসবে সাফল্য। কাজে কর্মে সকল বাধাই নিজের একগ্রতা দিয়ে দূর করতে পারবেন। হতাশ হলে পাবেন পিতার আশ্রয়। প্রভাবশালী কর্মকর্তা বিপদে পাশে এসে দাঁড়াবে। শেষার্ধে বন্ধুদের সাহায্যে আর্থিক উন্নতি হবে। সরকারি কাজে সাহায্য পাবেন পদস্থ ব্যক্তির। আপনার প্রবাসী হওয়ার স্বপ্ন পূরণ হওয়ার সময়। বৈদেশিক বাণিজ্যে আসবে অর্থ আর বিত্ত।
মকর রাশি (২১ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি): সপ্তাহের শুরুতেই আর্থিক জটিলতার কারণে ঋণ করতে হবে। পরিবারের কারও অসুস্থতার কারণে অর্থ ব্যয় হবে দেদারছে। অপ্রত্যাশিত রোজগার হবে আপনার। ভাগ্য সহায় হলে শিক্ষা ও গবেষণায় পাবেন সম্মান। শেষার্ধে কর্মজীবনে পদস্থ কর্মকর্তার পরিবর্তন আপনার জন্য ভালো হবে না। পিতার সঙ্গে দেখা দেবে সম্পত্তি সংক্রান্ত বিভেদ। ব্যবসায়ীক জীবনে সফল হবেন। আদায় হবে সকল বকেয়া অর্থ। ফিরে পাবেন হারানো বন্ধুকে।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি হতে ১৮ ফেব্রুয়ারি): সপ্তাহটি দাম্পত্যজীবনের জন্য সুখময়। প্রিয়জনের সঙ্গে কর্মব্যস্ততার মাঝে একটু ঘুরে আসতে পারেন নিকট কোথাও। অবিবাহিতদের বিয়ের সানাই বাজবে দ্রুতই। পুরোনো ঋণ পরিশোধে আসবে সফলতা। মৃত আত্মীয়র সম্পত্তি হঠাৎ করেই পেয়ে যেতে পারেন। শেষার্ধে জীবিকার জন্য বিদেশ যাত্রায় আসবে বাধা। প্রবাস জীবনে রহস্যজনক ঘটনা ঘটবে। কর্মক্ষেত্রে নানা রকম জটিলতাকে স্বাভাবিক ভাবে মোকাবিলা করলেই সফল হবেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ): শুরুর দিকে মানসিকভাবে চাঙা থাকতে চেষ্টা করুন। কোনোভাবেই ভেঙে পড়লে চলবে না। রাগ জেদ দূর করে সকলের সঙ্গে আন্তরিক হতে চেষ্টা করুন। দাম্পত্য জীবনে সুখ পেতে সকল জটিলতা এড়িয়ে চলতে হবে। ব্যবসায়ীক জীবনে সফল হতে খুব পরিশ্রম করতে হবে আপনাকে। শেষার্ধে রহস্যজনক আয়ের সুযোগ আসবে জীবনে। গুপ্ত প্রণয়ের কারণে বদনামের সম্মুখীন হতে পারেন। বিদেশ যাওয়ার স্বপ্নপূরণ হবে আপনার। উচ্চ শিক্ষায় আসবে সাফল্য।