সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জ্যোতিষ শাস্ত্র মতে বিভিন্ন গ্রহের চরিত্র থেকেই জাতক বা জাতিকার চরিত্র বিচার করা হয়। সে ধারাবাহিকতায় আজ আমরা পৃথিবীর নিকটতম গ্রহ মঙ্গল সম্পর্কে সংক্ষেপে কিছু জানার চেষ্টা করবো। রাশিচক্রে মঙ্গল দুটি রাশির অধিপতি হিসেবে ধরা হয়। একটি হলো মেষ অন্যটি বৃশ্চিক। রাশিচক্র পরিভ্রমণে মঙ্গলের সময় লাগে প্রায় ২২ মাস অর্থাৎ ২ বছরের কাছাকাছি।
প্রাণী জগতে মঙ্গল মূলত কর্মশক্তি ও কর্মক্ষমতা বোঝায়। দেহভাবে মঙ্গল পেশি,জননেন্দ্রিয়, রক্ত, মস্তক লোহিত কণিকা নির্দেশ করে। আমাদের আশা আকাঙ্ক্ষা, প্রজনন ক্ষমতা, উচ্চাকাঙ্ক্ষা, শারীরিক শক্তি,ক্ষমতা, সাংগঠনিক দক্ষতা, ঝগড়া বিবাদ, প্রতিযোগিতামূলক প্রবৃত্তি ও মৃত্যু নির্দেশক। অস্ত্রোপচার,অস্ত্রাঘাত, যুদ্ধাস্ত্র,রণাঙ্গন, দুর্ঘটনা,ক্ষত-যন্ত্রণা,কাটা পোড়া, ঝলসে যাওয়া উগ্রতা, তারুণ্য, হিংসা, যুদ্ধ বিগ্রহ বিচার করা হয়। মঙ্গল যোদ্ধা, ক্রিড়া-কুশলী, লড়াকু প্রকৃতি নির্দেশ করে। জাতক-জাতিকার প্রাণ শক্তি ও কর্ম শক্তির পরিচয় মঙ্গল থেকে পাই।
প্রতিটি জন্মছকে মঙ্গলের প্রভাব অতীব জরুরি। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ও প্রকৃতির প্রতিকূলতাকে জয় করে শিশু থেকে বেড়ে ওঠা, যৌবন, তারুণ্য নির্দেশ করে। মঙ্গল নির্দেশ করে সংগ্রামী জীবন ও প্রতিকূলতার সঙ্গে লড়াই করে বেঁচে থাকা। আইনশৃঙ্খলা রক্ষা ও বৈদেশিক শত্রুর হাত থেকে রক্ষাও মঙ্গলের নিয়ন্ত্রণে।
এ সপ্তাহে ( ১৩ অক্টোবর ২০২৩ থেকে ১৯ অক্টোবর ২০২৩) শুক্রর সিংহে অবস্থান,বুধের কন্যায় নিজ রাশিতে তুঙ্গী, রবির কন্যা রাশি থেকে ১৮ অক্টোবর তুলা রাশিতে গমন, মঙ্গলের তুলা রাশিতে অবস্থান, বক্র বৃহস্পতির রাহুর সঙ্গে মেষে, কেতুর তুলায়, শনির বক্র হয়ে কুম্ভে , ইউরেনাসের মেষে ও নেপচুনের কুম্ভ রাশিতে গোচর এবং চন্দ্রর কন্যা ,তুলা, বৃশ্চিক রাশিতে গোচরে কি ঘটাতে চলেছে তার পূর্বাভাষ জানার চেষ্টা করি।
মেষ রাশি (২১ মার্চ থেকে ২০ এপ্রিল): শুরুটা আপনার জন্য কিছুটা চ্যালেঞ্জিং। অনেক জটিলতা মোকাবিলা করার মনমানসিকতা থাকতে হবে। শরীর স্বাস্থ্য ঠিক তো সব ঠিক থাকবে। মধ্যভাগে ব্যবসায়ীক কাজে আপনাকে সূক্ষ্ম চিন্তা কাজে লাগাতে হবে। দাম্পত্য জীবনে হতে হবে কৌসুলি। অবিবাহিতদের বিয়ের ক্ষেত্রে অগ্রগতির আশা। সপ্তাহের শেষ দিকে আর্থিক সংকট কাটিয়ে উঠতে পারবেন। বড় ধরনের অর্থ সাহায্য আপনার ব্যবসাকে এক ধাপ এগিয়ে দেবে। এ সময়ে পরধন প্রাপ্তির সম্ভাবনা প্রবল।
বৃষ রাশি (২১ এপ্রিল থেকে ২০ মে): শুরুতেই মেধা ও বুদ্ধিকে কাজে লাগাতে পারলে সফল হবেন। প্রেম ভালোবাসায় আসবে সফলতা। সুপ্ত প্রতিভা বিকাশের ক্ষেত্রে বাধা বিপত্তি আসলেও বিজয় আপনার হবে। মধ্যভাগে কর্মজীবনে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। সহকর্মী বিরোধ বিষয়ে খুব সতর্ক থাকবেন। এ সময়ে ব্যবসায়ীক ক্ষেত্রে কর্মচারী পরিবর্তনের প্রয়োজন হবে। শেষ দিকে সব ব্যবসায়ীক জটিলতা হবে দূর। দাম্পত্য জীবনে সুখ শান্তি ধরে রাখতে পারলে অনাকাঙ্ক্ষিত সব জটিলতা কেটে যাবে।
মিথুন রাশি (২১ মে থেকে ২০ জুন): সপ্তাহের শুরুতেই পারিবারিক জীবনে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে। এ সময়ে আত্মীয়স্বজনের পূর্ণ সাহায্য পাবেন। বহুদিনের স্বপ্ন পূরণের পথে এক ধাপ এগিয়ে যাবেন। স্থাবর সম্পত্তি ক্রয়ের সুযোগ আসবে। মধ্যভাগে শিক্ষা জীবন কিছুটা ঝুঁকিতে পড়তে পারে। বিদ্যার্থীদের হঠাৎ করেই পড়ার চাপ বাড়তে চলেছে। ভালোবাসায় ভুল বোঝাবুঝি আসন্ন। শেষ দিকে কর্ম ক্ষেত্রে সবার সঙ্গে সু-সম্পর্ক ধরে রাখতে হবে। সব প্রতিকূলতাকেই জয় করতে সক্ষম হবেন। কর্কট রাশি (২১ জুন থেকে ২০ জুলাই): শুরুতেই সব ধরনের যোগাযোগ আপনাকে লাভবান করবে। গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায়ীদের নতুন অর্ডার লাভের যোগ। সাংসারিক ক্ষেত্রে ছোট ভাই-বোনের সাহায্য পাবেন। পাড়া প্রতিবেশীর বিপদে এগিয়ে যেতে হবে। মধ্যভাগে আত্মীয় বিরোধ বিষয়ে খুব সতর্ক হতে হবে। স্থাবর সম্পত্তি সংক্রান্ত জটিলতায় আইনগত জটিলতার ভয়। শেষ দিকে পড়াশোনায় মনযোগী হতে হবে। সৃজনশীল কাজে সফল হবেন। প্রতিযোগীতায় আসবে সফলতা।
সিংহ রাশি (২১ জুলাই থেকে ২১ আগস্ট): শুরুতেই আর্থিক সুযোগকে কাজে লাগাতে চেষ্টা করুন। নতুন আয় রোজগারের সময়। ব্যবসায়ীক পরিকল্পনায় উন্নতির সময়। মধ্যভাগে ছোট ভাই বোনের সঙ্গে ভুল বোঝাবুঝির আশঙ্কা প্রবল। তথ্য বিভ্রান্তির কারণে কিছু লোকসান গুণতে হবে। যোগাযোগে এ সময়ে রহস্যজনক উন্নতি। বক্র পথে অর্থ রোজগার করতে পারবেন। শেষ দিকে প্রত্যাশা পূরণ হবে। গৃহে সুখ শান্তি বজায় থাকবে। মনের বাসনা পূরণের সময়।
কন্যা রাশি (২২ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর): আপনার জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে সপ্তাহের শুরুতে। জীবন বদলে যাওয়ার মতো ঘটনা ঘটবে। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে হারানো সম্মান পুনরুদ্ধার হতে চলেছে। মধ্যভাগে রহস্যজনক আয় রোজগার বৃদ্ধি পাবে। পারিবারিক জীবনে আত্মীয় বিরোধ বিষয়ে খুব সাবধান। শেষে বিদেশি বাণিজ্যে সফল হবেন। গণমাধ্যমে কাজের যোগ প্রবল। ছোট ভাই-বোনের জীবনে সাফল্য আসবে। বস্ত্র উপহার পেতে পারেন। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর): শুরুতেই ভ্রমণের যোগ প্রবল। পরিবার পরিজন নিয়ে একটু বেড়াতে যাওয়ার যোগ। ব্যবসায়ীক কাজের জন্য বিদেশ যেতে পারেন। মধ্যভাগে হঠাৎ করেই রহস্যজনক কোনো ঘটনা আপনার জীবনে গভীর প্রভাব ফেলবে। মানসিক শক্তি ধরে রাখুন। গৃহ ও পারিবারিক জীবনে ভুল বোঝাবুঝি এড়াতে হবে। শেষ দিকে আয় রোজগার বৃদ্ধি পেতে চলেছে। বকেয়া টাকা আদায়ের চেষ্টায় অগ্রগতি। সঞ্চয়ের চেষ্টায় সফলতা।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর থেকে ২১ নভেম্বর): শুরুতেই বন্ধুদের সাহায্য আপনার সব হতাশা নিরাশা কাটিয়ে দেবে। ব্যবসায়ীক কাজে সব হতে বড় ভাই বোনের সাহায্য লাভের সময়। বকেয়া বিল আদায়ে সফল হবেন। মধ্যভাগে জীবনে রহস্যজনক ব্যয় হবে। প্রবাসী কারও সঙ্গে ঝামেলা দেখা দিতে চলেছে। বৈদেশিক বাণিজ্যে বক্র পথে অগ্রগতির আশা। শেষ দিকে সম্মান ও মর্যাদা বৃদ্ধি। জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। সব বাধা পেড়িয়ে এগিয়ে যাবেন। বেকারদের কর্ম লাভের যোগ প্রবল।
ধনু রাশি (২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর): সপ্তাহের শুরুতেই সাংগঠনিক কাজে সম্মানিত হবেন। পৈত্রিক স্থাবর সম্পত্তি বণ্টনের চেষ্টায় সব হবেন। কর্মজীবনে এ সময়ে পদোন্নতির যোগ। মধ্যভাগ থেকে আর্থিক ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। ব্যবসায়ীক ক্ষেত্রে বন্ধুদের সাহায্য পাবেন। এ সময়ে বড় ভাই-বোনের জীবনে আসবে ঝামেলা। বৈদেশিক বাণিজ্যে শেষ দিকে আসবে সাফল্য। আমদানি রপ্তানি বাণিজ্যে বড় ধরনের সাফল্য লাভের সময়। পুরোনো আইনগত জটিলতা থেকে আসবে স্থায়ী পরিত্রাণ।
মকর রাশি (২১ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি): সপ্তাহের শুরুতেই ভাগ্য উন্নতির সুযোগ আসবে। অসমাপ্ত উচ্চ শিক্ষায় আসবে সাফল্য। জীবনের মানে খুঁজতে বিদেশ বিভূঁয়ে পাড়ি জমাতে হবে। অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। মধ্যভাগে চাকরিজীবনে নানা ধরনের অনাকাঙ্ক্ষিত বাধা ও পদস্থ কর্মকর্তার সঙ্গে সম্পর্কের টানাপোড়নের আশঙ্কা। প্রশাসনিক কাজে হয়রানির সম্মুখীন হবেন। শেষ দিকে ব্যবসায়ীকভাবে এগিয়ে যাবেন। বিশ্বস্ত বন্ধু পাশে থাকলে বিপদের সাধ্য কি আপনাকে স্পর্শ করে।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি হতে ১৮ ফেব্রুয়ারি): পুরোনো দেনা-পাওনার জটিলতাগুলো সপ্তাহের শুরুতেই মিটিয়ে নিতে হবে। পরিবারের কারও অসুস্থতার কারণে অর্থ ব্যয়। পুলিশি হয়রানি বিষয়ে সতর্ক থাকবেন। মধ্যভাগে রহস্যজনকভাবে ভাগ্য উন্নতি হবে। গোপন কোনো পথে বিদেশে পাড়ি জমাতে পারেন। বৈদেশিক বাণিজ্যে আসবে সাফল্য। শেষ দিকে কর্মময় জীবনে আসা সব বাধা দূর হয়ে যাবে। পারিবারিক জীবনে সফল হতে পারবেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ): শুরুতে জীবনের প্রতিটি সংকট মূহুর্তে জীবন সাথীকে কাছে পাবেন। বিশেষ কোনো উপহার দিতে হবে তাকে। মধ্যস্থতার বাণিজ্যে হঠাৎ করেই অপ্রত্যাশিত আয়ের আশা। তবে ঝুঁকিপূর্ণ বাণিজ্যে সফল হতে পারেন। আইনগত জটিলতা থেকে সতর্ক হতে হবে। শেষ দিকে উচ্চ শিক্ষায় সাফল্য লাভ। অনেকেই এ সময়ে জীবিকার জন্য বিদেশ যেতে পারেন। বৈদেশিক বাণিজ্যে সফল হবেন নিজের যোগ্যতায়।
এম