সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জ্যোতিষ শাস্ত্র মতে বিভিন্ন গ্রহের চরিত্র থেকেই জাতক বা জাতিকার চরিত্র বিচার করা হয়। ফলে সবার আগে গ্রহের চরিত্র সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকা প্রয়োজন। এ পর্বে আজ আমি চন্দ্র সম্পর্কে আলোচনা করার চেষ্টা করছি। চন্দ্র পৃথিবীর নিকটতম উপগ্রহ হলেও পৃথিবীর জলরাশি ও প্রতিটি প্রাণির ওপর-এর প্রভাব খুব বেশি দেখা যায়। ফলে জ্যোতিষ শাস্ত্রে এই গ্রহের গুরুত্ব বেশি।
প্রতিটি জন্মছকে চন্দ্রর প্রভাব অতিব জরুরি। চন্দ্র স্ত্রী জাতি ও তার স্বভাব ধারণ করে। চন্দ্র মা, কন্যা, স্ত্রী ,ভাবাবেগ, সহজাত প্রবৃত্তি দ্ধিধা দ্বন্দ্ব,অভ্যাসের ধরন, প্রতিফলন নির্দেশক। ব্যক্তিগত চাওয়া পাওয়া, আকর্ষণ ক্ষমতা,ভূমি,বাসগৃহ, মাতা ও মাতৃভূমি নির্দেশ করে। তরল পদার্থ, পণ্যদ্রব্য, নৌযান, ও নৌ-বাণিজ্য, খাদ্যদ্রব্য, খামার, চাষবাস শিশু খাদ্য, সেবা, হোটেলে মোটেল রেস্তোরা ব্যবসা ও সাধারণ জনগণ নির্দেশ করে। চন্দ্রের জাতক বা জাতিকার মায়া মমতা বেশি। সবাইকে আকড়েঁ বাঁচার চেষ্টা করেন। ক্ষমাশীলতা তার স্বভাব। অতিরিক্ত ভাব প্রবণ হওয়ার কারণে আবেগ প্রবল।
গৃহস্থালী জীবন ও সন্তান লালন পালন চন্দ্রর নির্দেশক। দেহ বিচারে বক্ষ, পাকস্থলি, হজম শক্তি, গ্রন্থিরস, শ্বাস প্রশ্বাস নির্দেশক।
চলতি সপ্তাহে (৬ অক্টোবর ২০২৩ থেকে ১২ অক্টোবর ২০২৩) জন্মগ্রহনকারী প্রতিটি ব্যক্তিই পাশ্চাত্য রাশি চক্র অনুসারে তুলা রাশির জাতক বা জাতিকা। তুলা চলমান বায়ু রাশি। অধিপতি শুক্র, ন্যায়কারক গ্রহ শনির তুঙ্গী স্থান ও রবির নীচস্থান। এ রাশিতে জন্ম হলে আপনি সামাজিক। আপোষ মীমাংসা ও মধ্যস্থতায় দক্ষ ও জনপ্রিয়। হৃদয়ে প্রেম, প্রীতি ও ভালোবাসার সঙ্গে আছে সূক্ষè অনুভূতি ও বিচার শক্তি। কুটনীতিক বুদ্ধি কৌশল ও আইনপ্রয়োগে শ্রেষ্ঠ। জাতক-জাতিকা মধ্যমাকৃতির ও সুদেহী। চালচলনে বাহুল্যবর্জিত এবং সুচারু পোশাক ব্যবহারে ও স্বল্প সৌখিনতায় অভ্যস্ত। বায়ু রাশির হওয়াতে আপনি ভ্রমণপ্রিয়। একঘেয়েমী কাজ করতে পছন্দ করেন না। তাই মাঝে মধ্যে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ভালো লাগে। দাঁতের রোগে ও পেটের পীড়ায় কষ্ট পেতে পারেন।
সৃজনশীল মেধা ও শিল্পকলার প্রতি অনুরাগের কারণে পাশাপাশি দরিদ্র অসহায় বিপন্ন মানুষের পাশে থেকে কাজ করেন বলে জগতের অনেক রাজনীতিকের জন্ম এ রাশিতে। হীরা বা এর যেকোনো উপরত্ন আপনার জন্য উত্তম।
এ সপ্তাহে শুক্রর সিংহে অবস্থান,বুধের কন্যায় নিজ রাশিতে তুঙ্গী, রবির কন্যা রাশিতে অবস্থান, মঙ্গলের তুলা রাশিতে অবস্থান, বক্র বৃহস্পতির রাহুর সঙ্গে মেষে, কেতুর তুলায়, শনির বক্র হয়ে কুম্ভে , ইউরেনাসের মেষে ও নেপচুনের কুম্ভ রাশিতে গোচর এবং চন্দ্রর মিথুন, কর্কট ও সিংহ রাশিতে গোচর কি ঘটাতে চলেছে তার পূর্বাভাস জানার চেষ্টা করি।
মেষ রাশি (২১ মার্চ থেকে ২০ এপ্রিল): সপ্তাহটি শুরু হবে সাহসী মানুষের সাফল্য দিয়ে। অজানাকে জানার আগ্রহ যাদের প্রবল তারা সফল হবেন। সব প্রকার যোগাযোগে সাফল্য লাভের সময়। প্রযুক্তির সহায়তায় জীবন জীবিকায় আসবে অগ্রগতি। মধ্যভাগে স্বপ্নগুলো পূরণের সময়। স্থাবর সম্পত্তি ও যানবাহন সংক্রান্ত বিষয়ে সাফল্য লাভ। গৃহে ফিরে আসবে সুখ শান্তি। শেষ দিকে সৃজনশীল মেধাবীদের জয়জয়কার। সন্তানের সাফল্য ও প্রেম ভালোবাসায় অগ্রগতির সময়। শিল্পকলার চর্চায় সম্মানিত হবেন।
বৃষ রাশি (২১ এপ্রিল থেকে ২০ মে): আর্থিক সব প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াইর শুরু দিয়েই সপ্তাহের শুরু। কৌশল ও ধৈর্য্য আপনাকে সফলতা দেবে। বকেয়া বিল বেতন আদায়ে অগ্রগতি। সুন্দর বাচন ভঙ্গির কল্যাণে ব্যবসায় আসবে সাফল্য। মধ্যভাগে প্রযুক্তির ছোঁয়া আপনার জীবনে আনবে পরিবর্তন। ব্যবসায়ীক ও ব্যক্তিগত সব যোগাযোগে উন্নতির সময়। শেষ দিকে মনের সব ইচ্ছা পূরণ হবে। প্রভাবশালী আত্মীয় স্বজন ও বন্ধুদের সাহায্য লাভের সময়।
মিথুন রাশি (২১ মে থেকে ২০ জুন): নিজের ওপর আত্মবিশ্বাসে বলিয়ান হয়েই শুরু হবে সপ্তাহ। মহৎ কোনো কাজই চালাকির দ্বারা করতে যাবেন না। হারানো সম্মান মর্যাদা পূণঃরুদ্ধারের সুযোগ আসবে। মধ্যভাগে আয় রোজগারে মগ্ন থাকবেন। ব্যবসায়ীক হোক বা চাকরি এ সময়ে বাড়তি আয়ের সুযোগকে কাজে লাগাতে হবে। মধ্যস্ততার কাজে শেষ দিকে সফলতা। বড় ধরনের কমিশন লাভের যোগ। ছোট ভাই বোন বা পাড়া প্রতিবেশীর সাহায্য পাবেন। নিজের ব্যবসায়ীক বুদ্ধিকে ই-কমার্সে প্রয়োগ করার শ্রেষ্ঠ সময়। কর্কট রাশি (২১ জুন থেকে ২০ জুলাই): জীবিকার জন্য সাহসীদের শুরুতেই বিদেশ যাত্রার সুযোগ আসবে। প্রবাসী বন্ধু ও আত্মীয় আপনার সংকটে পাশে এসে দাঁড়াবে। কোনো ট্রাভেল গ্রুপের সঙ্গে বৃষ্টিভেজা সপ্তাহের শুরুতে বেড়াতে যেতে পারেন। মধ্যভাগে জীবনের প্রতিটি মূহুর্ত আপনার সাফল্যের। নিজের মেধা ও সততাই হবে এ সময়ে আপনার প্রধান হাতিয়ার। সহ্য শক্তি দিয়েই ব্যবসা ও কর্মে সফল হবেন। আর্থিক ক্ষেত্রে চলতে থাকা বাধা শেষ দিকে দূর হয়ে যাবে। স্বচ্ছলতা ফিরে আসায় সঞ্চয়ে হবেন সফল।
সিংহ রাশি (২১ জুলাই থেকে ২১ আগস্ট): আয় রোজগারের চেষ্টায় শুরু থেকেই সফলতা। আদায় হবে বকেয়া টাকা পয়সা। বন্ধু ও শুভাকাঙ্খীদের পূর্ণ সাহায্য আপনার মনবলকে চাঙা করবে। মধ্যভাগে বৈদেশিক কাজে সফলতা। সন্তান বা নিজের ভিসা লাভের যোগ। পারিবারিক ব্যয় হঠাৎ করেই বাড়তে পারে। হতাশ হবেন না। নতুন আয়ের সুযোগ আসবে সঙ্গে। শেষ দিকে হারানো প্রভাব প্রতিপত্তি ফিরে আসবে জীবনে। নতুন করে নিজের কর্ম জীবন আরম্ভ করতে পারেন। শারীরিক অবস্থার উন্নতি হবে।
কন্যা রাশি (২২ আগস্ট থেকে ২২ সেপ্টেবর): চাকরি ভাগ্য বলবান হবে সপ্তাহের প্রথমেই। সরকারি চাকরির পরীক্ষায় অপ্রত্যাশিত ভালো করতে পারবেন। পিতার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন কমাতে হবে। মধ্যভাগে আপনার আয় রোজগার বৃদ্ধির সময়। এ সময়ে বন্ধুদের পূর্ণ সাহায্য আপনার ব্যবসাকে এগিয়ে দেবে। ঠিকাদারী ব্যবসা বাণিজ্যে প্রভাবশালী বড় ভাই-বোনের সাহায্য পাবেন। আয় রোজগারে আপনার উপস্থিত বুদ্ধি ও সুক্ষè চিন্তা সফল করবে। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর): বিদেশ ভ্রমণের সুবর্ণ সুযোগ দিয়েই শুরু হচ্ছে সপ্তাহটি। তাই উচ্চ শিক্ষা হোক বা হোক ব্যবসায়ীক কারণ বিদেশ যেতে পারেন। তীর্থ ভ্রমণ হতে পারে ব্যবসায়ীক ভ্রমণ। বৈদেশিক বাণিজ্যে সফলতা। মধ্যভাগে কর্মক্ষেত্রে সব বাধা বিপত্তি পেড়িয়ে হবেন সফল। পৈত্রীক স্থাবর সম্পত্তি থেকে লাভের আশা। জীবিকার আসবে পরিবর্তন। শেষ দিকে ব্যবসায়ীক ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সময়। প্রভাবশালী বন্ধুর সাহায্য পাওয়া যাবে। চাকরিজীবীদের নতুন আয় রোজগারের সুযোগ আসবে।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর থেকে ২১ নভেম্বর): শুরুতেই ব্যক্তিগত ঋণের বোঝা কমাতে হবে। এ সময়ে পূর্বপূরুষের সম্পত্তি উদ্ধারের কোনো সুযোগ চলে আসবে। পাওনাদারের সঙ্গে সু-সম্পর্ক ধরে রাখুন। মধ্যভাগে জীবনে হঠাৎ করেই ভাগ্য উন্নতির সুযোগ চলে আসবে। বেকারত্বের যন্ত্রণা থেকে রক্ষা পেতে বিদেশ পাড়ি দিতে পারেন। শিক্ষা জীবনে অপ্রত্যাশিত সফলতা আসবে। শেষ দিকে কর্মক্ষেত্রে আসবে উন্নতি। প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য ও পরামর্শ আপনাকে সফল হতে সাহায্য করবে। রাজনৈতিক ও সাংগঠনিক জীবনে সব প্রতিদ্বন্দ্বিতাকে জয় করতে পারবেন।
ধনু রাশি (২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর): শুরুতেই দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরে আসবে। জীবন সাথীর সঙ্গে বেড়ানোর সময়। বৃষ্টিপাত দিনগুলো দাম্পত্য সুখকে বাড়িতে দিতে সাহায্য করবে। মধ্যভাগে সব আর্থিক সংকট কাটিয়ে উঠতে পারবেন। সংসারের জমে থাকা ঋণের বোঝা কমাতে পারবেন। বন্ধকি সম্পত্তি উদ্ধারের সময়। শেষ দিকে বিদেশ ভাগ্য বলবান। বিদেশ থেকে ভালো সংবাদ আসবে। আধ্যাত্মীকতার জন্য দূরের যাত্রা যোগ।
মকর রাশি (২১ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি): সপ্তাহের শুরুতেই সব প্রতিবন্ধকতা এড়িয়ে এগিয়ে যাওয়ার সময়। নিজের পরিশ্রমের পূর্ণ মূল্যায়ণ আদায় করেই নিতে হবে। কারও সঙ্গেই ঝামেলায় জড়ানো ঠিক নয়। মধ্যভাগে ব্যবসায়ীকভাবে এগিয়ে যেতে পারবেন। অবিবাহিতদের বিয়ের বাধা হবে দূর। অংশীদারি ব্যবসায়ীদের নতুন নতুন কাজের সময়। শেষ দিকে ব্যাংক সংক্রান্ত কাজে সফল হবেন। ঋণের বোঝা থেকে বেড়িয়ে আসার সময়। উইলকৃত সম্পত্তি বা পূর্বপূরুষের ধনসম্পত্তি লাভের আশা। কুম্ভ রাশি (২১ জানুয়ারি হতে ১৮ ফেব্রুয়ারি): আপনার মধ্যকার লুকায়িত প্রতিভাই আপনাকে সপ্তাহের শুরুতে সবার কাজে আপনাকে জনপ্রিয় করবে। হারানো প্রেম ভালোবাসা পূণরুদ্ধারে সফল হবেন। সন্তানের উচ্চ শিক্ষার্থে বিদেশ পাঠানোর সময়। মধ্যভাগে কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্য পাবেন। ব্যবসায়ীক বাধা ভেঙে সামনের দিকে এগিয়ে যাওয়ার সময়। দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরে আসবে সপ্তাহের শেষ দিকে। পরিবার নিয়ে কোথাও বেড়াতে যেতে পারেন। ব্যবসায় ধারাবাহিকতা ফিরে আসবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ): শুরুতেই পারিবারিক ক্ষেত্রে কোনো ভালো ঘটনা ঘটবে। স্থাবর সম্পত্তি সংক্রান্ত আত্মীয় বিরোধ দূর হয়ে যাবে। ফিরে আসবে গৃহ শান্তি। মধ্যভাগে প্রেম ভালোবাসায় সফলতার সময়। বহু বাধা পেড়িয়েই প্রেমিক প্রেমিকাদের ভালোবাসার জয় হবে। সন্তানের প্রতি ভালোবাসা যেন তার ক্ষতির কারণ না হয়। শেষ দিকে কর্মজীবনে আসবে সাফল্য। ব্যবসায়ীক বাধা পেড়িয়ে সফল হতে পারবেন। গৃহস্থালী জীবনে যত বেশি ধৈর্য্যশালী হবেন, ততোই সুখী হবেন।
এম