সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
অদৃষ্টকে বিচারের ক্ষেত্রে অনেকগুলো পদ্ধতি চলমান আছে সে কথা আগেই বলেছি। তবে সবচেয়ে বিজ্ঞান সম্মত ও কার্যকরী পদ্ধতি হচ্ছে সঠিক জন্ম তারিখ, সময় ও স্থান বিচার করে কোষ্ঠী বা হরস্কোপ তৈরি করে যে বিচার করা হয় সেটি। প্রাচ্য ও পাশ্চাত্য উভয় ক্ষেত্রেই এটি সর্বাধিক গৃহীত একটি পন্থা। এ ক্ষেত্রে একজন অভিজ্ঞ জ্যোতিষী প্রথমে জাতকের নাম জন্ম তারিখ ও সময় থেকে সেই সময়ের গ্রহ অবস্থান বিচারে একটি ছক প্রস্তুত করেন। সেই ছক থেকেই অতীত বর্তমান ও ভবিষ্যতের গ্রহগুলোর মুভমেন্ট বিচার বিশ্লেষণ করে ঘটনাগুলোর একটি পূর্বাভাষ করেন। আর জন্ম ছকের গ্রহগুলোর অবস্থান গ্রহ সংযোগ, গ্রহ দৃষ্টি ও লগ্নের অবস্থান বিচার করে তার শারীরিক অবকাঠামো, দুর্বলতা, গৃহসুখ স্বদেশসুখ বা প্রবাস সুখ, অর্থ বিত্ত, পিতৃ-মাতৃ সুখ, সন্তান বিদ্যা, জীবিকা, উচ্চ শিক্ষাসহ নানা বিষয়ের ধারণা দেন। এগুলো সবই বিজ্ঞান সম্মত। যেমন যদি কোনো ব্যক্তির ছকে শনি মঙ্গলের কোনো প্রকার সম্পর্ক হয়ে থাকে তা হলে দেখা যায়, জাতক সেই গ্রহ সম্পর্কের বলবত্তা অনুসারে ডাক্তার, প্রকৌশলী, মেকানিক, সেবিকা,কারিগর হন। অর্থাৎ হাতে কলমে কাজ করতে হয় এমন পেশাকে জীবিকা হিসেবে গ্রহণ করেন। এটা ফলিত বিজ্ঞান। এর কোনো নরচর হয় না। দেখা যায় জন্ম ছকে শনি রাহুর শুভ সম্পর্ক বা সংযোগে জাতক উন্নত দেশে স্থায়ী প্রবাসী হন বা বিদেশে সাফল্য পান। তাই জ্যোতিষ শাস্ত্রে আগ্রহী প্রতিটি নর-নারীর উচিৎ তার সঠিক জন্ম তারিখ জেনে একটি কোষ্ঠী বা হরস্কপ প্রস্তুত করে রাখা। বর্তমানে বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে আপনি আপনার জন্ম তথ্য সঠিক ভাবে পাঠালে বিনামূল্যে কোষ্ঠী প্রস্তুত করে দেয়। আপনার সুন্দর ভবিষ্যতের নির্মাণে এটি অবশ্যই আপনাকে সাহায্য করবে।
চলতি সপ্তাহে জন্মগ্রহণকারী প্রতিটি ব্যক্তিই পাশ্চাত্য রাশি চক্র অনুসারে তুলা রাশির জাতক বা জাতিকা। তুলা চলমান বায়ু রাশি। অধিপতি শুক্র, ন্যায়কারক গ্রহ শনির তুঙ্গী স্থান ও রবির নীচস্থান। এ রাশিতে জন্ম হলে আপনি সামাজিক। আপোষ মীমাংসা ও মধ্যস্থতায় দক্ষ ও জনপ্রিয়। আপনার হৃদয়ে প্রেম, প্রীতি ও ভালোবাসার সঙ্গে আছে সূক্ষ্মè অনুভূতি ও বিচার শক্তি। কুটনীতিক বুদ্ধি কৌশল ও আইনপ্রয়োগে আপনি শ্রেষ্ঠ। আপনি মধ্যমাকৃতির ও সুদেহী। চালচলনে বাহুল্যবর্জিত এবং সুচারু পোশাক ব্যবহারে ও স্বল্প সৌখিনতায় অভ্যস্ত। বায়ু রাশির হওয়াতে আপনি ভ্রমণপ্রিয়। একঘেয়েমী কাজ করতে পছন্দ করেন না। তাই মাঝে মধ্যে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পছন্দ করেন। দাঁতের রোগে ও পেটের পীড়ায় কষ্ট পেতে পারেন। সৃজনশীল মেধা ও শিল্পকলার প্রতি অনুরাগের কারণে পাশাপাশি দরিদ্র অসহায় বিপন্ন মানুষের পাশে থেকে কাজ করেন বলে জগতের অনেক রাজনীতিকের জন্ম এ রাশিতে। হীরা বা তার যেকোনো উপরত্ন আপনার জন্য উত্তম।
এ সপ্তাহে (২২ সেপ্টেম্বর ২০২৩ থেকে ২৮ সেপ্টেম্বর ২০২৩) শুক্রর কর্কটে,বুধের সিংহ রাশিতে অবস্থান, রবি মঙ্গলের কন্যা রাশিতে , বক্র বৃহস্পতির রাহুর সঙ্গে মেষে, কেতুর তুলায়, শনির বক্র হয়ে কুম্ভে , ইউরেনাসের মেষে ও নেপচুনের কুম্ভ রাশিতে গোচর সঙ্গে চন্দ্রর বৃশ্চিক, ধনু,মকর ও কুম্ভ রাশিতে অবস্থানে কি ঘটতে চলুন তার পূর্বাভাষ জানার চেষ্টা করি।
মেষ রাশি (২১ মার্চ থেকে ২০ এপ্রিল): সপ্তাহের শুরুতেই নানা ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে হবে। ব্যক্তিগত ঋণ পরিশোধের পাশাপাশি বিদেশ ভাগ্য বলবান হয়ে উঠবে। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে ভ্রমণ,উচ্চ শিক্ষায় সফলতার সময়। মধ্যভাগে কর্মক্ষেত্রে সকল প্রতিকূলতা কাটিয়ে উঠবেন। বেকারত্বের অভিশপ্ত জীবনের অবসান হবে। চাকরিজীবীদের পেশায় উন্নতি। শেষ দিকে আয় রোজগার মন্দ হবে না। ব্যবসায় সফল হবেন। ভুল বোঝাবুঝি কাটিয়ে এগিয়ে যাবেন সাফল্যের পথে।
বৃষ রাশি (২১ এপ্রিল থেকে ২০ মে): অবিবাহিতদের বিয়েতে রহস্যজনক ঘটনা ঘটবে। আর্থিক অস্বচ্ছলতা কাটিয়ে উঠতে শুরুতেই সফলতা। সকল প্রকার দায় দেনা থেকে মুক্ত হতে পারবেন। মধ্যভাগে উচ্চ শিক্ষা বা জীবন জীবীকার জন্য দূরদেশ গমন। বৈদেশিক বাণিজ্যে অগ্রগতি। এ সময়ে সৌভাগ্যর দর্শন পাবেন। শেষ দিকে কর্মে চলমান বাধা কেটে যাবে। পদস্থ কর্মকর্তা বা প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভের সময়। চাকরির চেষ্টায় সফলতা। পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি হবে।
মিথুন রাশি (২১ মে থেকে ২০ জুন): সপ্তাহের শুরুতে বিচ্ছিন্ন কিছু ঘটনা আপনার মানসিক শান্তিকে বিনষ্ট করবে। কাজের লোক বা নীচুশ্রেণির লোকদের সাহায্য করতে গিয়ে জটিলতায় পড়বেন। যার প্রভাব পড়বে ব্যবসায়ীক ও দাম্পত্য জীবনে। মধ্যভাগে ব্যাংক ঋণ সংক্রান্ত কাজে অগ্রগতি। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে লাভবান হবেন। শেষ দিকে জীবিকা বা উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রার যোগ। আমদানি রপ্তানি বাণিজ্য থেকে ভালো আয় হবে। ধর্মীয় কাজে সফল হবেন। প্রবাসী পিতার সাহায্য লাভ। কর্কট রাশি (২১ জুন থেকে ২০ জুলাই): প্রেম ভালোবাসায় উন্নতি ও সন্তানের সাফল্য দিয়েই সপ্তাহর শুরু হবে। কর্মক্ষেত্রে সহকর্মী জটিলতা কাটিয়ে উঠবেন। শরীর স্বাস্থ্য ভালো হয়ে উঠবে। মধ্যভাগে দাম্পত্য সুখ শান্তি ফিরে আসবে জীবনে। জীবন সাথীকে নিয়ে বেড়াতে পারেন। ব্যবসায়ীক অচলাবস্থা কাটিয়ে উঠবেন। অংশীদারি সম্পত্তি লাভের সময়। শেষ দিকে আর্থিক সংকট দেখা দেবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে কাঙ্ক্ষিত আয় হবে না। রাস্তাঘাটে সাবধানে থাকবেন। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে তর্কে যাওয়া ঠিক হবে না।
সিংহ রাশি (২১ জুলাই থেকে ২১ আগস্ট): প্রত্যাশা পূরণের মধ্য দিয়েই সপ্তাহর শুরু। স্থাবর সম্পত্তি লাভের যোগ। সন্তানের বিদেশ যাত্রা বা উচ্চ শিক্ষা নিয়ে দুশ্চিন্তার অবসান হবে। ব্যবসায়ীক ক্ষেত্রে নিজের মেধা খাটিয়ে বহুগুণে লাভ করবেন। মধ্যভাগে কর্মক্ষেত্রে অগ্রগতি। কর্মচারীদের সহযোগিতায় ভালো রোজগারের আশা। গোপন শত্রুতা দূর হবে। শেষ দিকে জীবন সাথীর শরীর কিছুটা ভোগাবে। তাঁর অনিয়ম আর এক গুয়েমীর কারণে আপনার অর্থ দণ্ড যাবে। ব্যবসায় ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন।
কন্যা রাশি (২২ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর): সপ্তাহের শুরুতেই ভালো সংবাদ লাভ। আত্মীয় বিরোধ ও তাদের সাথে চলমান সম্পত্তি সংক্রান্ত জটিলতা কারো মধ্যস্থতায় কেটে যাবে। প্রত্যাশা পূরণের সময়। মধ্যভাগে প্রেম ভালোবাসায় সফল হবেন। সন্তানের বিবাহশাদীর যোগ প্রবল। পরীক্ষার্থীরা মনযোগী হোন। শেষ দিকে কাজে বার বার বাধা আসবে। রহস্যজনক ব্যক্তির সাক্ষাৎ আপনাকে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে। এ সময়ে অনৈতিক কাজ কর্ম থেকে দূরে থাকুন। সহকর্মীরা আপনার ক্ষতি করতে চেষ্টা করবে। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর): শুরুতেই ধারের টাকা আদায় হওয়াতে আর্থিক সঙ্কটের অবসান হবে। পাড়াপ্রতিবেশীর সাথে চলমান জটিলতা দূর হবে। ছোট ভাই বোনের বিদেশ যাত্রার জন্য অর্থ ব্যয় হবে। বিদেশ থেকে অর্থ আসবে। মধ্যভাগে প্রত্যাশা পূরণ হবে। আত্মীয় বিরোধ কাটিয়ে উঠবেন। স্থাবর সম্পত্তি বিরোধের অবসান হবে। শেষ দিকে প্রেম ভালোবাসায় ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে কিছুটা দুশ্চিন্তায় ভুগবেন।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর থেকে ২১ নভেম্বর): সপ্তাহের শুরুতেই মানসিক অস্থিরতা আপনাকে ভোগাবে। আয় রোজগারের চেষ্টা সফল হবে। ব্যবসায়ীক কাজে সতর্ক হতে হবে। সঞ্চয়ের চেষ্টায় অগ্রগতি। মধ্যভাগে বৈদেশিক যোগাযোগে সফলতা। বাণিজ্যে বিদেশ থেকে ভালো প্রস্তাব আসবে। গার্মেন্টস ব্যবসায় ভালো রোজগার হবে। শেষ দিকে পারিবারিক স্থাবর সম্পত্তি সংক্রান্ত জটিলতা এড়িয়ে চলতে হবে। আত্মীয় বিরোধে জড়িয়ে পড়তে পারেন। মায়ের সাথে মনোমালিন্য এড়িয়ে চলুন।
ধনু রাশি (২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর): হারানো সম্মান মর্যাদা ফিরে আসবে জীবনে। সাংগঠনিক ক্ষেত্রে সফল হবেন। জীবনে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। মধ্যভাগে ব্যবসা বাণিজ্যে সফল হবেন। আর্থিক ক্ষেত্রে সফল হওয়ার সময়। সঞ্চয়ের চেষ্টায় উন্নতি হবে। শেষ দিকে গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায় সফল হওয়ার সময়। যোগাযোগের চেষ্টায় উন্নতি। গণমাধ্যমের কাজে সফল হবেন। ছোট ভাই বোনের সাথে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে।
মকর রাশি (২১ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি): সপ্তাহের শুরুতেই বন্ধুদের সাথে কোথাও বেড়াতে যেতে পারেন। ব্যবসায়ীক কাজের প্রয়োজনে বিদেশ যেতে হবে। ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায় ভালো রোজগার হবে। আইনগত জটিলতা থেকে মুক্ত হবেন। মধ্যভাগে আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে নিজের মেধা ও বুদ্ধি দিয়ে সফল হবেন। ব্যবসায়ীক লেনদেনে উন্নতি। দাম্পত্য সুখ শান্তি ফিরে আসবে জীবনে। শেষ দিকে ব্যবসায় কাঙ্ক্ষিত আয় হবে। আদায় হবে বকেয়া টাকা পয়সা। কুম্ভ রাশি (২১ জানুয়ারি হতে ১৮ ফেব্রুয়ারি): শুরুতেই বড় ভাই-বোনের বিয়ে শাদীর যোগাড় করতে পারেন। বন্ধুর সাহায্য লাভের সময়। বকেয়া টাকা আদায় করতে চেষ্টা করুন। চাকরিজীবীদের বকেয়া টাকা আদায় হবে। মধ্যভাগে বিদেশ সংক্রান্ত কাজে সফল হবেন। আইনগত জটিলতা থেকে মুক্ত হওয়ার আশা। তবে শুল্ক ও ভ্যাট সংক্রান্ত জটিলতা ভোগাবে। বৈদেশিক বাণিজ্যে লাভবান হবেন। শেষ দিকে শত বাধা পেড়িয়ে কর্মে জয়ী হবেন। ব্যবসায়ীক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনার উন্নতিতে সাহায্য করবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ): সপ্তাহের শুরুতেই ভাগ্য আপনার সহায় হবে। চাকরি সংক্রান্ত পরীক্ষায় সফল হবেন। প্রশাসনিক কর্মকর্তার সাহায্য পাবেন। মধ্যভাগে বন্ধু বান্ধবের সাহায্য পাবেন। ব্যবসায়ীক ভাবে ভালো রোজগারের সময়। বন্ধুর সঙ্গে বিনিয়োগের প্রস্তাব আসবে। বড় ভাই-বোনের সাহায্য পাবেন কর্মক্ষেত্রে। চাকরিজীবীদের নতুন পদ পদবি লাভের সময়। পিতার সাহায্য পাবেন। শেষ দিকে ব্যবসায়ীক কাজের জন্য বিদেশ যাত্রা। প্রবাসীদের জীবনে ভালো রোজগারের সুযোগ আসবে।
এম