সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাংলাদেশে বর্তমানে মিউজিক ভিডিওর অবস্থান কোথায়? এমন প্রশ্নে অনেকেই বলে থাকেন মিউজিক ভিডিওর ব্যবসা আর আগের মতো নেই। এটা গেল ব্যবসার অবস্থা কিন্ত সমস্যা হচ্ছে বর্তমান সময়ের গানগুলো ভাইরাল হলেও কালজয়ী হবার সম্ভাবনা নেই বললেই চলে। এর পেছনের কারণ হিসেবে কেউ কেউ মনে করেন বাংলাদেশের মিউজিক শিল্প ততদিন পর্যন্ত সর্বাঙ্গ সুন্দর হবে না, যতদিন না গানে ‘সব বাদ্যযন্ত্রই বাজাতে হবে’ এমন মনোভাবটা ত্যাগ করবে।
বাংলাদেশে অনেক প্রতিশ্রুতিশীল গায়ক আছেন। আছে বিশ্বের নামকরা কিছু ব্যান্ডও। কিন্তু বর্তমানের খুব কম গানই কালজয়ী হয়, মানুষের মুখে মুখে ফেরে। গানগুলোতে লিরিক্স, সুর বা দরদ কিন্ত কম থাকে না। কিন্তু দিনশেষে তা মানুষের হৃদয় জয় করতে পারে না। অনেকে ব্যতিক্রম দেখাতে পারেন হয়ত। কিন্তু ব্যতিক্রম খুব কমই উদাহরণ হতে পারে। আসলে বাংলাদেশের গানগুলো নিয়ে খুব বেশি গবেষণা হয় না। এ নিয়ে ভাবার লোকগুলো খুব কম এদেশে। এজন্য এত এত প্রতিশ্রুতিশীল গীতিকার, সুরকার, গায়ক, মিউজিক ব্যান্ড থাকার পরও গানে বৈচিত্র্য কিন্তু খুব একটা দেখা যায় না।
তবে বর্তমানে দর্শকদের ভালো গান উপহার দেওয়ার চেষ্টা করছেন অনেকেই। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘আমি চাইলেও পারছিনা’ শিরোনামে একটি মিউজিক ভিডিও। গানটি টিকটকে ট্রেন্ডিং রয়েছে। সে সঙ্গে দর্শক-শ্রোতাদেরও প্রশংসা কুড়াচ্ছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন ‘ইয়াংস্টার সিজন ২’ এর চ্যাম্পিয়ন জাহিদ অন্তু।
‘এন ওয়াই সি’ এর ব্যানারে প্রকাশিত গানটিতে মডেলিং করেছেন, সাখিন আহমেদ এবং কাসফিয়া। লং ডিসটেন্স রিলেশনশিপ নিয়ে গানটি লিখেছেন মোহাম্মদ শাহনেওয়াজ, প্রযোজনা করেছেন আব্দুর রহমান শিপন এবং পরিচালনায় ছিলেন সরাজ দেব।
অ