সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ভয়াবহ দাবানলে একরের পর একর পুড়ে ছাই হয়ে যাচ্ছে যুক্তরাষ্টের লস অ্যাঞ্জেলেস। পুড়ছে প্যাসিফিক প্যালিসেডস এলাকা। লেলিহান আগুনে ভস্ম হয়ে গেছে প্যারিস হিলটন থেকে শুরু করে জেমি লি কার্টিসসহ একাধিক জনপ্রিয় তারকার কয়েক কোটির সম্পত্তি।
লস অ্যাঞ্জেলেসের এরকম ভয়াবহ দাবানল নিয়ে হলিউডের তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন। বসে নেই অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও। তিনি উদ্বেগে-আতঙ্কে আছেন।
প্রিয়াঙ্কা চোপড়া স্বামী নিক জোনাসের সঙ্গে বিগত কয়েক বছর ধরেই লস অ্যাঞ্জেলসে বসবাস করছেন।
বুধবার রাতে তার বেভারলি হিলসের বাংলো বাড়ির বারান্দা থেকে যে দৃশ্য ক্যামেরাবন্দি করলেন অভিনেত্রী, তা দেখে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনরা বেশ আতঙ্কিত হয়েছে।
বিধ্বংসী দাবানলে ক্ষতিগ্রস্ত ক্যালিফোর্নিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে একাধিক ইনস্টাগ্রামে স্টোরি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। সেখানেই তার প্রার্থনা, ‘রাতে যেন আমরা সকলে সুরক্ষিত থাকি।’
অভিনেত্রীর আরও বলেন, ‘এই দাবানল থামাতে যারা প্রথম থেকে লড়াই করছেন। দিন রাত এক করে যারা কাজ করে চলেছেন এবং ক্ষতিগ্রস্তদের পরিবারকে অনবরত সাহায্য করে চলেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ।’
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্চেলসে ভয়াবহ দাবানলে পুড়ছে ঘরবাড়িসহ সবকিছু। আগুনের ভয়াবহতা থেকে বাঁচতে সেখান থেকে পালাচ্ছেন সাধারণ মানুষ। সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলস টাইমস জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতে ১০০ কিলোমিটার গতিতে বাতাস বইতে থাকে। এতে তিনটি বড় দাবানলের শক্তি বৃদ্ধি পায়। আগুনে দগ্ধ হয়ে এখন পর্যন্ত অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
এফএইচ/