সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নোয়াখালী সেনবাগে পুকুরে ডুবে সহিদুল ইসলাম রবিন (২৭) নামে এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার (১২ আগস্ট) সকাল ১০টায় নবীপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত সহিদুল ইসলাম রবিন সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের নবীপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি সেনবাগ উপজেলা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রবিন বৃহস্পতিবার (১০ আগস্ট) ডেঙ্গু জ্বর নিয়ে ঢাকা থেকে বাড়িতে আসেন। শনিবার সকালে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যান। পরে তাকে উদ্ধার করে পাশের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি স্থানীয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে কেউ থানায় জানায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জেবি