সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
প্রতারকের খপ্পরে পড়ে ৭২ হাজার টাকা খোয়ালেন শিরিন আক্তার নামে এক প্রবাসীর স্ত্রী। রোববার (৬ আগস্ট) ময়মনসিংহের নান্দাইল পৌর বাজারের শ্রী গুরু মিষ্টান্ন ভান্ডারের সামনে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় নান্দাইল থানায় লিখিত অভিযোগ করেছেন শিরিন। তিনি নান্দাইল সদর ইউনিয়নের সাভার গ্রামের প্রবাসী সুমন মিয়ার স্ত্রী।
জানা গেছে, গত শনিবার শিরিনের স্বামী সুমন মিয়া নান্দাইল সোনালী ব্যাংকে ৭২ হাজার ৮৫০ টাকা পাঠান। পরদিন ব্যাংক থেকে টাকা তুলে ব্যাগে করে বাজার হয়ে যাচ্ছিলেন। এ সময় শ্রী গুরু মিষ্টান্ন ভান্ডারে কাছে আসতেই প্রতারকের খপ্পরে পড়েন তিনি।
শিরিন বলেন, ব্যাংক থেকে টাকা তুলে মিষ্টির দোকানে ঢুকতেই এক অপরিচিত ব্যক্তি আমার কাপড়ে মল লেগে আছে বলে জানায়। পরে আমি পাশেই কাচারি মসজিদে গিয়ে টাকার ব্যাগটি রেখে পরিষ্কারের কাজ করি। তখন ব্যাগ থেকে টাকা নিয়ে দৌড় দেন ওই ব্যক্তি। এরপর চিৎকার দিলেও তাকে খুঁজে পাইনি।
এ বিষয়ে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান রাশেদ বলেন, টাকা ছিনতাইয়ের খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এইউ